রাতে হাঁটতে কখনো আমার বিরক্ত
লাগেনি। মাঝে মাঝে ভয় লেগেছিল।
প্রথম প্রথম ভূতের ভয় লাগতো। একদিন বুঝলাম
রাতের বেলা সবচেয়ে বড় ভূত হল
ছিনতাইকারী।
কিছুদিন পর সে ভয়টা কেটে গেল। নতুন করে
যোগ হল পুলিশের ভয়। চৌদ্দগুস্টির
বায়োডাটা জিজ্ঞেস করার পর যখন কোনই
খুঁত পেত না তখন চুল দাড়ি বাল ইত্যাদি
সম্পর্কে নিজস্ব মতামত দেওয়া শুরু করতো।
তারপর... হঠাৎই আমার মনের সমস্ত ভয় একদিন
কেটে গেল, যেদিন আমাকে একদল হিজড়া
আক্রমণ এবং দৌড়ানি দিল...
আমার সমস্যা একটা, আমি রাতে একা
হাঁটি। কখনো মনে হয়নি একা হাঁটা খুব
খারাপ কাজ।
মেঘে মেঘে, অন্ধকারে- তারার সাথে...
অথবা শুধু জোছনা হলে, একা হাঁটা যায়।
কিংবা শীতের রাতে প্রচণ্ড কুয়াশা
হলে...
আমার মাথার উপর ঝির ঝির বৃষ্টি...
কি জানি কেন... এই প্রথমবার মনে হচ্ছে
বৃষ্টির রাতে একা একা হাঁটা ঠিক না!
আজ মনে হচ্ছে, বৃষ্টির রাতে কোন একজনকে
নিয়ে ১৬ তলায় রুফটপে বসে থাকা উচিত।
ট্রান্সপারেন্ট চারদেয়ালের ভেতর দিয়ে
বৃষ্টি দেখতে দেখতে কফি। স্টেরিওতে
চলবে মৃদু রবীন্দ্রসঙ্গীত... মুগ্ধ হয়ে শুনবো
টিনের চালে টিপ টিপ বৃষ্টির শব্দ!
অনেক রাতে সে ক্লান্ত হয়ে পড়লে... বুকের
কাছে মাথা রেখে, তাকে ঘুম পাড়িয়ে
দেব! দখিনা জানালাটা খুলে, তাকে দেব
শীতল বাতাস। মুখের উপর পড়ে থাকা
চুলগুলো ছোট ব্যান্ড দিয়ে বেঁধে দেব। নীল
ডিমলাইটটাও অফ থাকবে।
তারপর ব্যালকনিতে এসে সিগারেট। একটার
আগুনে জ্বলবে আরেকটা। পর পর দু'টো। (3 (3
Thumbnails managed by ThumbPress
১৮টি মন্তব্য
অরণ্য
(y)
তাই হোক।
sajib40
হবে হবে বলে ও হয়ে উঠে নাহ। 🙁
লীলাবতী
স্বাগতম সোনেলায় -{@ ভাল লিখেছেন (y)
সাজ্জাদুর রাহমান সাজিব
ধন্যবাদ।
অনিকেত নন্দিনী
শেষের তিন লাইন ছাড়া পুরোটা চমৎকারী লেখা।
সোনেলায় স্বাগতম -{@
সাজ্জাদুর রাহমান সাজিব
ধন্যবাদ।
শেষের ৩লাইন কি কেটে দিব?
পারভীন সুলতানা
সুন্দর লিখেছেন…………………।।
অনেক রাতে সে ক্লান্ত হয়ে পড়লে… বুকের
কাছে মাথা রেখে, তাকে ঘুম পাড়িয়ে
দেব! দখিনা জানালাটা খুলে, তাকে দেব
শীতল বাতাস। মুখের উপর পড়ে থাকা
চুলগুলো ছোট ব্যান্ড দিয়ে বেঁধে দেব। নীল
ডিমলাইটটাও অফ থাকবে।
সাজ্জাদুর রাহমান সাজিব
অনেক ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম।
নিজে লিখুন,অন্য ব্লগারের লেখা পড়ুন।
শুভ কামনা।
সাজ্জাদুর রাহমান সাজিব
ধন্যবাদ।
রিমি রুম্মান
শেষটা এমন হলে ভাল হতো___ “তারপর বেলকোনীতে এসে যখন দেখবো ধীরে ধীরে বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে উঠেছে, তখন গুনগুন করে গেয়ে উঠি … আজ জোসনা রাতে সবাই গেছে বনে…”
সাজ্জাদুর রাহমান সাজিব
তা ও সুন্দর।
নিজের অনুভূতি প্রকাশ করেই লেখাটা, তাই এমনটা লেখেছি।
ধন্যবাদ আপু।
খেয়ালী মেয়ে
বৃষ্টি ভেজা রাতের বন্দনা ভালো লাগলো (y)
সাজ্জাদুর রাহমান সাজিব
ধন্যবাদ।
আপনাদের ভাল লাগাটাই আমার পরম পাওয়া আপু।
নীলাঞ্জনা নীলা
আসলে সিগারেট এটুকু না থাকলে আরোও অনেক ভালো লাগতো।
সাজ্জাদুর রাহমান সাজিব
সত্যি কথা বলতে তখন হাতে একটা সিগারেট ছিল,তাই প্রসঙ্গক্রমে চলে এসেছে।
ধন্যবাদ আপু মতামতের জন্য।
শুন্য শুন্যালয়
খুব ভালো লেগেছে। প্রথম পোস্টে আপনি গোল্ডেন এ প্লাস। +++++
ভিড় মানুষের মধ্যে যেমন কখনো কখনো একা হতে মন চায়, তেমনি কিছু সময় একার জন্য নয়।
স্বাগতম সোনেলায় -{@
সাজ্জাদুর রাহমান সাজিব
গোল্ডেন এ++!!
এই জীবনে প্রথম আপু।
অশেষ ধন্যবাদ আপনাকে।