বৃষ্টি বিলাস

অপু রায়হান ২৪ জুন ২০২০, বুধবার, ১০:৫০:৫৮অপরাহ্ন অণুগল্প ১৫ মন্তব্য

হৈতি'তলার পাহাড়ি পথ বেয়ে ফিরছি, হুট করে একটা বৃষ্টির ফোঁটা দেহের এমন এক জায়গায় ছুয়ে গ্যালো, চমকে উঠে অদ্ভুত এক শিহরনে ডুবে গেলুম, তারপর ঝম ঝম বৃষ্টি আমায় পুরো ভিজিয়ে গ্যালেও সেই অনুভূতি আর নিভলো না।

প্রতিটা মানুষের আদরের নিয়ম আলাদা আলাদা, যারা বাজার থেকে রঙিন মোটা কাগজে ছাপা বাধাই কামাসুত্র কিনে এনে মানচিত্র ধরে ধরে সাগর সঙ্গমে যান, তাদের 'আ' এ আমটি আমি খাবো পেড়ে টাইপ আম জুটলেও, ঐ আম পাড়াটিও কত্ত  সুন্দর রঙিন হতে পারে তা হয়তো জানেন না।

ঢং না করেই বলা যায় যায়,
প্রতি মানুষের মন-দেহে প্রবেশের পথ আলাদা আলাদা।
ওটা যারা খুঁজে তারাই পায় অমৃতের পুরো টুকু...

অপু! তুমি কলকাতায় কী করছো এখন ?
ইসস, থাকলে এক সাথে ভিজতুম আজ।

অপু! তুমি না'কি আমায় পুরোটা চেনো? সত্যি আজকের আগে সেটাই মানতুম না, কিন্তু বিদঘুটে অন্ধকারেই কি করে আমার দেহের সেই জায়গা খুঁজে পেলে, যেখানে ঠোঁট রাখলে আমি সব থেকে বেশি আলোকিত হই ?
সব থেকে ?

উহু।
আজ বিকালের পর থেকে তুমি হেরে গ্যাছো।

হৈতি'তলা থেকে আজ ভোরে কলকাতায় পা রাখতেই ঝম ঝম বৃষ্টি।

অপু'র হাত থেকে ব্যাগ নিয়ে, ছাতা এগিয়ে বললো !
"তুই ফিরলি, আর কলকাতায় বৃষ্টি এলো"

"জানো অপু! একটা অদ্ভুত আবিষ্কার করেছি"
"কী?"
"না থাক"

আপাতত আমাদের জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছে,
আসতে দিয়েছি আমরা।

ঘরের আলো নিভিয়ে অপু হেসে বললো,

"সুপর্ণা'দি, একটু অন্য ভাবে কলকাতায় যে আজ বৃষ্টি এলো..."
বলেই ঠোঁট ডুবিয়ে দিলাম ওর শরীরে।

কিছু বোঝার আগেই সেতারের সব ক'টা তার যেন এক সাথে বেজে উঠলো সুপর্ণা'দির শরীরে, ঠিক বিকেলের সেই শিহরণ!!

আবেশে ডুবে যাবার ঠিক আগের মুহূর্তে বললো,
অপু! তুমি কী আমার মন পড়তে পারো ?

আমি না বল্লেও তুমি কি করে জেনে গ্যালে আমার নতুন আবিষ্কার করা 'পথ'?

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ