বৃষ্টি বন্দনা

হালিমা আক্তার ১৯ জুন ২০২২, রবিবার, ১২:০৭:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

 

ছুটির দিন।
ঘুমটা বেশ আয়েশে হয়।
প্রতিদিনের মতো তাড়া থাকে না।
সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ কালো হয়ে আছে।
আকাশের মুখ ভার তাতে আমার কি।

আজ তো ছুটি। অবশ্য ছুটির দিন না হলে আকাশের মুখ ভার দেখে খুব কষ্ট পেতাম। বৃষ্টি কাদা মাড়িয়ে অফিসে যাওয়া। বৃষ্টির দিনে আগুন ছোঁয়া রিকশা ভাড়া। ওসকল ভোগান্তি পোহাতে হবে না।

বৃষ্টির শব্দের সাথে কাব্যিকতার মিল আছে। সাহিত্যের পাতা ছুঁয়ে বৃষ্টি বিলাসী মন ভেসে যায়। বৃষ্টি মানেই যেন নির্মল কাব্য চর্চা। বৃষ্টি বিলাসী মন প্রিয়ার অপেক্ষায় গেয়ে ওঠে - ওগো বৃষ্টি তুমি চোখের পাতা ছুঁয়েও না। কখনো প্রিয়ার সান্নিধ্যে অবচেতন মন বলে যায়- অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর...।

বৃষ্টি বিলাসী মন আজ আর ভালো নেই। বৃষ্টি নিয়ে এসেছে রোদন চর্চা। অবিরাম বৃষ্টিতে বন্যায় ভেসে যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেট জেলা। সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বৃষ্টি রানীর অভিমান থামছে না। হু হু করে বাড়ছে পানি। পানির তোড়ে ভেসে যাচ্ছে রাস্তা ঘাট, ঘরবাড়ি। আশ্রয় হীন হয়ে পড়ছে মানুষ। চরম মানবিক বিপর্যয় ঘটছে সেখানে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা। আজ সন্ধ্যায় ও বৃষ্টি হচ্ছিল।

মন যেন বলে ওঠে -
ওগো বৃষ্টি তুমি যাও চলে আজ
প্রিয়জন আজ আশ্রয় হীন হয়ে
ভাসে বানের জলে।
ভেসে যাওয়া ওই শিশুর মুখ খানি দেখে
তোমার অভিমান রাখো শিকেয় তুলে।

ছবি সংগ্রহ-নেট থেকে

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ