বৃষ্টি (কবিতা)

ব্লগার রাজু ৮ এপ্রিল ২০১৪, মঙ্গলবার, ১২:০৩:৩৪পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১৪ মন্তব্য

তুমি আমার স্বপ্নের মেঘ থেকে পড়া বৃষ্টি
বিধাতা তোমায় করেছে আমার জন্য সৃষ্টি

তুমি আমার আঁধার রাতের পথ চলার আলো
তাই তোমার সাথে পথ চলতে লাগে বড় ভালো

আকাশ যখন কালো মেঘে অন্ধকার হয়
সেই কালো মেঘ দেখে লাগে নাকো ভয়

মনে হয় মেঘ থেকে পড়বে আমার বৃষ্টি
তাই বৃষ্টির দিনে মন আমার উজাড় করে দিচ্ছি

কোকিলের কণ্ঠের মত মিষ্টি তোমার কথা
সেই মুখের কথা শুনলে কেটে যায় সব ব্যাথা

পূর্ণিমার  চাঁদের মত দেখতে তোমার মুখ
সেই মুখের কথা শুনলে কেটে যায় সব দুঃখ

কবিতার শেষে লিখতে চাই একটি কথা
তোমার আমার ভালবাসা একটি সু্তোয় গাঁথা

এটা আমার লিখা প্রথম কবিতা

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress