বৃষ্টি এলে

মোঃ রাশিদুল ইসলাম ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৬:২৩:৪৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

ধুলো জমা পথঘাট ধুয়ে মুছে যায়
তোমার প্রিয় শ্রাবণের জলে।
আমার আকাশে জমিয়েছি মেঘ তাই
নিজেকে আঁধারে ঢেকে।
তুমি বৃষ্টি শেষে রংধনু খোঁজ চিলেকোঠার কিনারে
আমিও দেখি রংধনু যদি তাকাও আমার চোখে।
তুমি হাসলে দু'হাতে চেপে রাখো মুখ ভীষণ খেয়ালেতে
আমি যদিও বুঝি মন কি বলে তোমার যা রেখেছো আড়াল করে।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ