বৃষ্টির মেঘমল্লার

ছাইরাছ হেলাল ১৭ জুলাই ২০২০, শুক্রবার, ০৮:৩১:২৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

 

বিষণ্ণতার দুয়ার এঁটে বিস্তৃত বৈরাগ্যে বন্দিদশার
শৃঙ্খল ভেঙ্গে অনর্গল কথার ফুলঝুরি ছড়িয়ে
ঐ দ্যাখো ঐ দাঁড়িয়ে বটতলার নাচুনে রাক্ষস;
প্রেম সে দেবেই, নেবেও!
চারু-হৃদয়ের মধুপান তার চাই-ই;

হেঁটে যাওয়া ছায়া পথে একলা-স্বপ্ন উঁকি দেয়
দূর-বৃষ্টি সেজে মেঘমল্লারে; পথ-রেখা জুড়ে
শুধুই বিপন্ন ডানা-হীন পাখিদের ডাক
ক্ষয়ে যাওয়া অস্তিত্বে, নামে বেনামে;

ক্লান্ত রাত জড়ো হয় ছুঁয়ে থাকা নিঃশ্বাসে,
একটু শরণাপন্ন-ঋণ নেবে বলে, আকাশী চোখ থেকে,
পরস্পর হৃৎপিণ্ডের আলিঙ্গনাবদ্ধ মৃদু ধুকপুকে

ছবি নেটের।

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ