বৃষ্টির ছন্দে

মুন্নি রুনা ১২ জুন ২০১৫, শুক্রবার, ০৮:৪৩:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ৮ মন্তব্য

255464_3645097403643_1339514601_n-428x285_result
প্রকৃতির সাজ যত দেখি, যতই ভাবি,
ততই যেনো তার প্রেমেতে ডুবি।
শত ব্যাস্ততায় থাকলেও প্রকৃতি,
মনকে দেয় প্রশান্তি।

ব্যাস্ততা আমায় দেয় না তো ছুটি,
তবুও মন দেয় উঁকিঝুঁকি।
রোদেলা দুপুর হঠাৎ ঘন অন্ধকার,
আকাশ কিছু বলবে কথা যেনো কবেকার।
ভাবতেই বিদ্যুৎ চমক নিয়ে আকাশ ডাকলো,
মন আনচান, দেখিতে আকাশ কেমন সাজলো।

আকাশ বুকে মেঘ বালিকা নিজ আনন্দে ঘুরছে,
মেঘ গুলো বৃষ্টি হয়ে রিমিক্স, ছন্দে ঝরছে,
বৃষ্টির জল গুলো ছুঁইয়ে দিতে খুব ইচ্ছে করছে।

ছুঁইয়ে দেওয়া জল গুলো তোমাতেই মিশে একাকার হবে সাগরেতে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ