
আমারো একটি পাখি আছে
পাখিঃ জেস শোনো
জেসঃ উম বলো
পাখিঃ আমার আজ চল্লিশ পোষ্ট পূর্ণ হলো
জেসঃ তাই নাকি! বাহ ভালোই তো
পাখিঃ তো?
জেসঃ তো কি ?
পাখিঃ আমাকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট কই?
জেসঃ মানে!! কিসের শুভেচ্ছা পোষ্ট?
পাখিঃ কেন? এই যে আমার চল্লিশ পোষ্ট পূর্ণ হলো, এ কারণে শুভেচ্ছা পোষ্ট।
জেসঃ ধুর, চল্লিশ পোষ্টের শুভেচ্ছা হয় নাকি? পঞ্চাশ… একশত পোষ্টের জন্য শুভেচ্ছা পোষ্ট হয়।
পাখিঃ এটি কেমন নিয়ম? আমি এই প্রথম চল্লিশ পোষ্ট দিলাম, শুভেচ্ছা পোষ্টে সমস্যা কি?
জেসঃ ব্লগে চল্লিশ পোষ্টের জন্য শুভেচ্ছা পোষ্ট হয়নি আজ পর্যন্ত।
পাখিঃ দিলে সমস্যা কি!! দিবা কিনা বলো?
জেসঃ পঞ্চাশ হোক তারপর দেবো।
পাখিঃ লিখবোই না আর সোনেলায়। গরররররররর……………
জেসঃ আচ্ছা।
দুই এ দুই এ বাইশ
পাখিঃ জেস আছো?
জেসঃ উম……… বলো
পাখিঃ আজ কত তারিখ মনে আছে?
জেসঃ হু আছে, বাইশ তারিখ
পাখিঃ একটি ছবি দাও তোমার, দেখি বাইশকে কিভাবে মনে রেখেছো
জেসঃ এই নাও, রোদে পোড়া কালো হয়ে যাওয়া ছবি।
পাখিঃ লাল রঙের টি-শার্ট পরেছো! 🙂
জেসঃ হ্যা এইদিনে তো লাল টি-শার্ট পরে গিয়েছিলাম জন্মান্তরের ঠিকানায়
পাখিঃ কি আশ্চর্য, আমিও আজ লাল রঙের ড্রেস পরেছি, সেদিনকার মতো
জেসঃ মিলে যায় জন্মান্তরের ভাবনায়
পাখিঃ যেখানে পৌরনিক মাছ এবং হরিণ অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে।
জেসঃ লাল রঙের অর্থ জানো?
পাখিঃ হ্যা জানবো না কেন? লাল হচ্ছে ভালোবাসার রঙ।
বৃথাই এই জীবন, এ জীবন রাখবো না
জেসঃ আছো এখানে?
পাখিঃ হ্যা হ্যা আছি তো 🙂
জেসঃ আমার জেনুইন প্রাপ্য শুভেচ্ছা পোষ্ট দিতে আলসেমি লাগে তোমার? পাখিঃ কেন কি হয়েছে জেস?
জেসঃ সোনেলা ব্লগে আমার চেয়ে বেশী কেউ মন্তব্য দেয়নি, দেখেছো তুমি?
পাখিঃ না তো, খেয়াল করিনি।
জেসঃ এই দেখো মন্তব্য করেছি ১৫০৭৭ টি, পেয়েছি ১০৯১৫ টি। অর্থাৎ মোট প্রায় ছাব্বিস হাজার। এমন কে আছে ( আর একজন এর চেয়ে বেশী আছে ) এই ব্লগে?
পাখিঃ হাফ সেচুরী, সেচুরী, ডাবল … ট্রিপল সেঞ্চুরি পোষ্টে শুভেচ্ছা পোষ্ট হয়। মন্তব্যের সংখ্যার উপর তো শুভেচ্ছা পোষ্ট হয় না।
জেসঃ দিলেই তো হয়। এত্তগুলো মন্তব্য করে লাভ টা কি হলো আমার? একটা শুভেচ্ছা পোষ্টও পেলাম না একারনে। বৃথাই এ ব্লগ জীবন, এ জীবন রেখে কি লাভ?
পাখিঃ আহারে…………
**
পাখির ছবি আমার তোলা
স্ক্রিন শট সোনেলা ব্লগ এর।
২৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রথম!!
গিফট রাখুন, শুভেচ্ছা পাবেন 😉
জিসান শা ইকরাম
গিফট পাঠিয়ে দেয়া হয়েছে, অপেক্ষা করুণ।
মন্তব্যের অপেক্ষায় আছি।
সাবিনা ইয়াসমিন
আল্লাহই জানেন কি গিফট পাঠিয়েছেন!
পপি তালুকদার
সত্যি আশ্চর্য হলাম এতো মন্তব্য করেছেন দেখে।
আসলে বেশি মন্তব্যে শুভেচ্ছা রাখলে ভালোই হতো। এতো এতো মন্তব্যের জন্য অজস্র শুভেচ্ছা রইলো।🌹🌹🌹🌹🌹
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
মন্তব্যের সংখ্যার দিক দিয়ে আমি দ্বিতীয়। সর্বোচ্চ মন্তব্যকারী নিয়ে শুভেচ্ছা পোষ্ট দেয়ার ইচ্ছে আছে।
রোকসানা খন্দকার রুকু
জাইনতাম যে হিংসুটে মানুষ বের হবেই। হিংসায় পোষ্ট দিয়েছে। চারশত হোক তখন দিমুনে। জীবন দেয়ার দরকার নাই।
এটা আমিও বলতে চাই সবাইকে সমানভাবে কেয়ার করা উচিত। তা না হলে জিসান শা ইকরাম ভাইয়ার মতো অনেকেই মন খারাপ করে পালাবে। আমরা কেউ কোন কারণে খেয়াল না করলে অন্যজন মনে করিয়ে দেব।
আর আমাকে সাবিনা আপু পোষ্ট দেয়ার সাথে প্রায় হাতে নাতেই ধরে ফেলেছেন। আমি তো অবাক।
জিসান শা ইকরাম
হিংসা করা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। কিছু ক্ষেত্রে হিংসুটে হওয়া ভালো।
ব্লগারদের একে অন্যের খোঁজ নেয়া জরুরী আসলে।
রেজওয়ানা কবির
আহারে ভাইয়া বিশ্বাস জানতামই না ৫৩ পোস্ট দিয়েও ক্যান শুভেচ্ছা পোস্ট আসেনি?? তবে এত্তগুলা মন্তব্য করেছেন দেখে বিমোহিত আমি। আমি মন থেকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। মন খারাপ কইরেন না ভাইয়া, হয়ত সোনেলার নেট সেদিন বন্ধ ছিল🤣🤣।।।।।
জিসান শা ইকরাম
শুভেচ্ছা পোষ্ট যে কোনো সময় যে কাউকে নিয়েই দেয়া যায়।
একটি সময়ে সোনেলায় এর চর্চাও ছিলো।
ধন্যবাদ আপনাকে।
তৌহিদুল ইসলাম
শুভেচ্ছা পোস্ট আসলে সহব্লগারদের আন্তরিকতার উপরে নির্ভর করে তবে ব্লগে অর্ধশতক শততম পোস্টের জন্য শুভেচ্ছা পোস্ট হয়েছে 40 তম পোষ্ট এর জন্য হলেও দেওয়াই যায় কেউ যে কেন দেয় না
দুই দুই এ বাইশ কাহিনী কি ভাই খুলে বলেন। আমরাও বুঝতে চাই। কোনো এক ২২ তারিখে ব্লগে এই ছবি আপলোড দিয়েছিলেন তাই কি? জন্মান্তরের ভালোবাসার কোন তুলনা হয় না।
সোনেলায় আপনার মন্তব্য প্রাপ্তির চেয়ে মন্তব্য দেয়ার সংখ্যাই বেশি। এর থেকেই বোঝা যায় সবার পোস্টে মন্তব্য করতে আপনি কতটা ভালবাসেন। আমাদের সবার জন্যই এটি একটি শিক্ষা হতে পারে।
শুভকামনা ভাই।
মনির হোসেন মমি
মন্তব্যের আপনার চেয়ে আরেকজন বেশী আছেন কে সে?
তবে আর যাই হোক বর্তমান ব্লগারদের গত ছয় মাস তিন মাস কিংবা মাসের মন্তব্যগুলোর আলোচনা পর্যালোচনা মুল পোষ্ট এডমিনরা দিতে পারেন।
এমনি মন্তব্যের বন্যা বয়ে দিয়ে সোনেলার সাথেই থাকুন।ভাল থাকুন।সুস্থ থাকুন।
তৌহিদুল ইসলাম
হেলাল ভাইয়ের মন্তব্য সবচেয়ে বেশী
মনির হোসেন মমি
হুম তাই ভাবছিলাম আমিও।ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ছাইরাছ হেলাল সবচেয়ে বেশী মন্তব্য করেছেন।
আপনার সু-পরামর্শ নিয়ে আন্তরিক ভাবে ভাবছি।
ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয়।
জিসান শা ইকরাম
যে কোনো সময়ে যে কাউকে নিয়ে শুভেচ্ছা বা এই ধরনের পোষ্ট দেয়া যায়। যেমন ব্লগার্স প্রফাইল শিরোনামে আমি আপনাকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে পোষ্ট দিতে পারি। যে পোষ্টে থাকতে পারে আপনার লেখার বিশ্লেষণ ইত্যাদি।
দুই এ দুই এ চার এটি আমরা সাধারণত বলি বা ধারনা করি। তবে দুই আর দুই পাশাপাশি রাখলে বাইশ হয়। বাইশ এপ্রিল আমার জীবনের একান্ত ব্যক্তিগত একটি বিশেষ দিন, যা সবার সাথে শেয়ার করা যায় না।
ভালো থাকবেন ভাই।
হালিমা আক্তার
অনেক অনেক শুভেচ্ছা রইলো।এতো মন্তব্য দেখে অভিভূত। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো চমৎকার পোস্ট এর জন্য। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। নিয়মিত সোনেলার উঠোনে আসছেন আপনি।
সোনেলাকে আপন করে নিয়েছেন দ্রুতই।
শুভ কামনা।
আরজু মুক্তা
ঢোল ভালোই পিটাইলেন। কি আর করা!
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন।🌹🌹🌹🌹🌹
জিসান শা ইকরাম
কেউ যখন ঢোল পিটায় না তখন নিজের ঢোল নিজেকেই পিটাইতে হয়।
ধনবাদ ধন্যবাদ ধন্যবাদ 🌹🌹🌹
প্রদীপ চক্রবর্তী
কথায় আছে ওস্তাদের মার শেষ রাত।
এতো এতো পোস্ট লিখে বলছেন, জীবন বৃথা!
ভালো লাগলো , দাদা।
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
.
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
অনেক অনেক ভালো থেকো প্রদীপ,
শুভ কামনা 🌹🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আমিও মন্তব্য পাওয়ার চেয়ে দিয়েছি বেশি । দাদা ভাইয়ের জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। বেশী মন্তব্য করার জন্য ও শুভেচ্ছা পোস্ট দেয়া যেতে পারে। কেমন আছেন? আশা করি সবকিছু নিয়ে ভালো আছেন। ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। শুভকামনা সতত
জিসান শা ইকরাম
যারা প্রাপ্ত মন্তব্যের চেয়ে বেশী মন্তব্য দেয় তারা সামাজিক বেশী 🙂
ভালো আছি এই করোনা কালীন সময়ে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
জোরাজুরি করে শুভেচ্ছা পোস্ট!! যা দিনকাল তাতে জবরদস্তি লাগেই,
তবে এই সব পাখি কিন্তু উড়াল-পাখি, উড়ে আসে উড়ে যায়, সাময়িক চোখ-মন-প্রাণ শান্তি নেয়া যেতেই পারে।
ল্যাহা লেহির খুব আকাল!! লেখা পড়ে বোঝা যাচ্ছে।
তৌহিদুল ইসলাম
আপনার মন্তব্যের ঘর মেলা বড়, আপনাকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য সংসদে উত্থাপন করিলাম।
জিসান শা ইকরাম
সংসদের প্রস্তাব হ্যা ভোটে পাশ হইয়াছে ভাই 🙂
জিসান শা ইকরাম
হ, জোরাজুরি লাগবেই, এছাড়া কিছুই হবে না।
ল্যাহার মনো সংযোগ দিতারিনা।