স্বর্গ-পার্কের দিকে হেঁটে চলেছে এক ক্লান্ত পথিক,
তার চোখের তারায় পায়চারী একটি বিনিদ্র বৃক্ষের।
বৃক্ষটির ছায়া পড়ে তার হৃদয়ের জানালায়।
ছায়াপাতে একদিন তার খুব বৃক্ষ হতে ইচ্ছে হল।
অবাক বিস্ময়ে বৃক্ষটি বলল-
-আমাতে তুমি কি দেখ যাতে বৃক্ষ হতে চাও?
-ফুল,ফল,জোনাক,পাখি,রূপময় সুন্দর পৃথিবী
চন্দ্র,সূর্য,গ্রহ,নক্ষত্র,এমনকি সকল শুভ পরম্পরা।
-আমারও না খুব মানুষ হবার ইচ্ছে ছিল,
কিন্তু যেই না মানুষের আয়নায় রেখেছি চোখ,
দেখি মানুষগুলো কেমন যেন ইঁদুর হয়ে যাচ্ছে।
ইঁদুর থেকে সাপ,অভিশাপ,হায়েনা-কুকুর,
এমনকি ইবলিশের প্রেতাত্মা হয়ে যাচ্ছে সব।
-তবে! তবে কি আমার বৃক্ষ হওয়া হবেনা আর!
কল্যাণময়ী তোমার মত।
-হবে।আগে তোমরা মানুষ হয়ে ওঠো আবার।
আমিও মানুষ হবো।
চলো আমরা মানুষ হই। সৃষ্টির সেরা জীব।
**—————————————-**
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হুম সবাই মানুষ হই। খুব ভালো লেগেছে কবিতা। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা ও শুভেচ্ছা রইল
হালিম নজরুল
আমার স্কুলে একসময় আমিই রাজা ছিলাম। আমিই বরাবর ফার্সবয়। আর আপনিও তো সোনেলায় বরাবর ফাস্ট, পোস্ট করলেই প্রথম কমেন্ট আপনার। ধন্যবাদ ও শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা! জীবনে কোথাও ফার্স্ট হতে পারিনি, ☹️☹️ সোনেলার কল্যাণে সেই সাধ মিটাচ্ছি।🤭🤭🤭
ছাইরাছ হেলাল
সেই চিরাচরিত স্বপ্ন, মানুষ হয়ে ওঠা, নিজেকে চেনা।
স্বচ্ছ আয়না পেলে দেখে নেয়া যেত কোথায় কী!
হালিম নজরুল
আপনার কমেন্ট আমাকে অন্যরকম অনুপ্রেরণা দেয়।
সুপায়ন বড়ুয়া
আগে তোমরা মানুষ হয়ে ওঠো আবার।
আমিও মানুষ হবো।
চলো আমরা মানুষ হই।সৃষ্টির সেরা জীব।
নিজেকেই লিড করতে হয় বন্ধু
তবেই তো অন্যরা ফলো করবে।
ঠিক বলিনি ভাই ?
ভুল হয়ে ক্ষমা চাই।
ভাল লাগলো শুভ কামনা।
হালিম নজরুল
বৃক্ষটিও তাই আগে আমাকেই মানুষ হতে বলল দাদা। শ্রদ্ধা রইল।
প্রদীপ চক্রবর্তী
সৃষ্টি সেরা জীব মানুষ।
আমরা আবার মানুষ হই।
ভালো লাগলো দাদা।
হালিম নজরুল
শুভকামনা রইল দাদা।
সুরাইয়া পারভীন
এবার সময় এসেছে
মানুষের মতো আদলে পরা মুখোশ খুলে
সত্যি সত্যিই মানুষ হয়ে উঠার।
চমৎকার লিখেছেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা জানালাম।
ফয়জুল মহী
সুপাঠ্য, সুশোভন, লেখা
হালিম নজরুল
প্রেরণা বাড়ল ভাই। ধন্যবাদ।
তৌহিদ
মানুষ আর মানুষ নেই। দুঃসময়ে পরিচিত আপনজনেরাই মুখ ফিরিয়ে নেয় এটাই বাস্তব। ভালো লাগলো পড়ে দাদা।
শুভকামনা সবসময়।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
শামীম চৌধুরী
ভাল লাগছে ভাইজান। আরো ভাল লাগছে এই সেরা শ্লোগানটি শুনে-
চলো আমরা মানুষ হই।সৃষ্টির সেরা জীব।
হালিম নজরুল
শুভেচ্ছা ও শুভকামনা ভাই।
জিসান শা ইকরাম
মানুষ হওয়াটা খুবই কঠিন,
এ জগতের কল্যানের জন্য সঠিক মানুষ হবার বিকল্প নেই।
শুভ কামনা ভাই।