আমার রক্ত আমার ঘাম,
আমার নীলাদ্রী বদনাম
বুকের সুপ্ত পাঁজরখানি,
অথৈই দু'চোখ ভরা পানি
অবাক ধ্রুপদী রোদ্দুর,
প্রাণের শূন্য অচিনপুর
আমার অম্ল মধুর রাত,
আমার উগ্রতা প্রভাত
নিরব গীটার ছেঁড়া তার,
নীলাভ নীলান্ত আঁধার
দিলাম সবটা খোঁপায় তোর
আমার রাত্রী আমার ভোর।
আমার বুকের ভিটার ওম
আমার নিশ্চয়তা ভ্রম,
অদূর একাট্টা গাঙচিল
সবাক কাকতালীয় মিল,
কোমল নেওটা প্রজাপতি
আমার গতি বা দুর্গতি
প্রবল স্বপ্ন রাশি রাশি
আমার কান্না আমার হাসি
দিলাম সবটা তোরে জান
আমার কাব্য আমার গান।
আমার জল-জোছনা চাঁদ
আমার যুক্তি আমার ফাঁদ,
আমার যমিন বা ভূতল
নিটোল জলকেলি বা জল
বুকের তল্লাটে যা সব
আমার দোদুল কলরব,
দিলাম আঁজলা ভরা ছল
আমার ঘুমপরী চঞ্চল
প্রেমের চিলেকোঠা ঘর
ব্যাথায় ভগ্ন বুক পাঁজর,
দিলাম, সবটা তোরে দিলাম
আমি যখন যেমন ছিলাম ।
Thumbnails managed by ThumbPress
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আচ্ছা , আপনাকে আপনার নিজের পোস্ট ছাড়া আর কোথাও মন্তব্য
করতে দেখি না কেন ?
আবু জাঈদ
প্রথম কথা হল সময় পাইনা, আর দ্বিতীয় কথা হল আমি মন্তব্য করি খুব কম, তবে আজ কিন্তু দুই জনের লেখায় মন্তব্য করেছি।
শুন্য শুন্যালয়
সব দিয়ে দিলেন, নিজের জন্য তো কিছুই রাখলেন না… খুব ভালো লাগলো কবিতা…
আবু জাঈদ
প্রেম এমন ই হওয়া উচিত। তাকে সব দিয়ে দিলাম ঠিক কিন্তু নিজে যে তাকেই নিয়ে নিলাম 🙂 ভাল লাগা জানবেন ।
নীলকন্ঠ জয়
“আমার বুকের ভিটার ওম
আমার নিশ্চয়তা ভ্রম,
অদূর একাট্টা গাঙচিল
সবাক কাকতালীয় মিল”
মন থেকে বলছি এবং চাইছি আপনি আসলেই একজন কবি হওয়ার জন্য জন্মেছেন। -{@
আবু জাঈদ
ধন্যি হলাম ভাই, যদি কোনদিন কবি হই তবে আপনাদের ভালবাসাই তার কারণ হবে 🙂
বৈশাখী ঝড়
সব দিয়ে দিলেন, নিজের জন্য কিছুই রাখলেন না? আপনার মতো নিঃস্বার্থ মানুষের আজ খুবই প্রয়োজন।
কবিতায় ভাল লাগা জানাই
খসড়া
বাহ
লীলাবতী
এত বড় কবিতায় ছন্দের মিল রাখা খুব কঠিন । মুগ্ধ হলাম ভাই।
আবু জাঈদ
জেনে আমিও মুগ্ধ হলাম।
জিসান শা ইকরাম
বুকের জমিনটাই দিয়ে দিলেন !!
নিজে তো কিছুই রাখলেন না —
ভালো লেগেছে খুব জাঈদ ভাই।
আবু জাঈদ
dhonyobad