বুকের ভিটা

পাগলা জাঈদ ২১ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০১:০০:১৭পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমার রক্ত আমার ঘাম,
আমার নীলাদ্রী বদনাম
বুকের সুপ্ত পাঁজরখানি,
অথৈই দু'চোখ ভরা পানি
অবাক ধ্রুপদী রোদ্দুর,
প্রাণের শূন্য অচিনপুর
আমার অম্ল মধুর রাত,
আমার উগ্রতা প্রভাত
নিরব গীটার ছেঁড়া তার,
নীলাভ নীলান্ত আঁধার
দিলাম সবটা খোঁপায় তোর
আমার রাত্রী আমার ভোর।

আমার বুকের ভিটার ওম
আমার নিশ্চয়তা ভ্রম,
অদূর একাট্টা গাঙচিল
সবাক কাকতালীয় মিল,
কোমল নেওটা প্রজাপতি
আমার গতি বা দুর্গতি
প্রবল স্বপ্ন রাশি রাশি
আমার কান্না আমার হাসি
দিলাম সবটা তোরে জান
আমার কাব্য আমার গান।

আমার জল-জোছনা চাঁদ
আমার যুক্তি আমার ফাঁদ,
আমার যমিন বা ভূতল
নিটোল জলকেলি বা জল
বুকের তল্লাটে যা সব
আমার দোদুল কলরব,
দিলাম আঁজলা ভরা ছল
আমার ঘুমপরী চঞ্চল
প্রেমের চিলেকোঠা ঘর
ব্যাথায় ভগ্ন বুক পাঁজর,
দিলাম, সবটা তোরে দিলাম
আমি যখন যেমন ছিলাম ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress