অর্ধ পৃথিবীর বাদশাহ তুমি
উমর তোমার নাম
এই ধরাতে তোমার সমতুল
নেই কো কারু দাম।
করছো তুমি রাজ্য শাসন
ধুলার তখতে বসি
খেজুর পাতার প্রাসাদ তােমার
বার বার গেছে খসি।
সাইমুম ঝড় তোমার প্রাসাদ
পড়েছে কত নুয়ে
তবুও তুমি শির দাঁড়িয়ে
অটুট ছিলে ভুঁয়ে।
নিজের সন্তানের অন্যায়ে তুমি
দিয়েছ বড় সাঁজা
তাই তো তুমি আদৌও উমর
সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা।
নিজের পৃষ্ঠে বহন করে আটা
দিয়েছ বেদুইনে
তা খেয়ে তাদের জীবন
গেছে বাঁচিয়ে।
১৬৮জন
৮৭জন
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন। বীরবাহু ওমরকে নিয়ে কবিতা ভালো লেগেছে ভাইয়া। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো অফুরন্ত।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেবার জন্য ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
আরজু মুক্তা
ওমর (রাঃ) সবসময় অনুকরণীয় দৃষ্টান্ত। এই রকম সাহসী একজন মানুষ দরকার
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক কথা বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা।
শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেবার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় পাঠক
শুভকামনা রইল নিত্য