বীমার লাভালাভ

হালিম নজরুল ৫ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৭:৫৭:০৭অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

তুমি শুধু ফর্দ দেখাও বারংবার।
একপ্রস্থ ভালবাসা কিভাবে দ্বিগুণ হয়
শোনাও সেসব হিসাবের গুণন,
প্রতি কিস্তি চুম্বনে কিভাবে টেনে আনে চক্রবৃদ্ধি সুদ
তুমি শোনাও কেবল সেসব বৃত্তান্ত।

কোন্ ঠোঁটের ছোঁয়া বাড়ায় ঋণের সুদ
কোন স্তনে জমা আছে তৃপ্তির দায়
উরুর ভাঁজে নাসিকা প্রশ্বাস ক্রমশঃ বাড়ায়--
কিভাবে উষ্ণতার হার,
নাভিমূল ছিন্ন করে কোন জমিনে
জেগে ওঠে জন্মসূত্র,
কোন্ জলপ্রপাতে ওঠে প্রসিদ্ধ অঙ্কুরোদ্গম--
লাভালাভ শেখাও সেসব দুর্বোধ্য হিসাবের।

কোথাকার স্পর্শে কুপোকাত বন্দী ব্যাঘ্র
কোন ভালবাসা বাড়ায় আহ্লাদী খতিয়ান
কিংবা কোন বিনিয়োগে প্রবৃদ্ধি কতটা
তুমি দেখাও কেবল সেসব ইতিবৃত্ত।

তুমি কিস্তি বিনিয়োগের ফর্দ দেখাও বারংবার,
তুমি বাড়াও কেবল প্রাপ্তির হিসাব।
কিন্তু আমার ওসবে একটুও আগ্রহ নেই,
কেননা মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম
কেবল মৃত্যুতেই লেখা থাকে বীমাকৃত সুবিধার নাম।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ