
দৈবক্রমে সেদিন লোকাল বাসের ভীরের মধ্যে আড়াল থেকে তোমায় দেখলাম!
মনটা যেন কেমন করে উঠলো,
বছর দশেক পর দেখা,
সময় বদলে গেছে, বদলে গেছো তুমি ও।
এ আর দোষের কি!
সবাই বদলে যায়!
অনেক প্রশ্ন ছিল মনে,কিন্তু কি করে তোমায় ডাকি।
মনে ভয়-সংশয় ছিল যদি কথা নাই বল।
ঢের ভালো দূর হতে দেখি।
আচ্ছা তুমি কেমন ছিলে, এখন কেমন আছ?
স্মৃতি হাতড়ে অনেক কথা মনে পড়ে গেল।
কি যে অদ্ভুত ভালোবাসা ছিল তোমার মনে।
আজ হয়তো কিছুই নেই অবশিষ্ট!
দোষ কারোই না, দোষ একান্ত নিয়তির।
অনেক সাহস নিয়ে কিছুটা কাছে আসতেই,
নেমে পড়লে তুমি।
আবারও হারিয়ে ফেলাম তোমায়!
বাসের জানালা দিয়ে তোমায় দেখতে রইলাম,
বিস্মৃতি মতো ধীরে ধীরে তুমি মিলিয়ে গেলে……
জীবনের গহীন বালুচরে একটু একটু করে ডুবে যাচ্ছি আমি।
শুন্য থেকে শুন্যতায় ডুবে খড়কুটোকে আঁকড়ে ধরেছি জীবনের অস্তিত্বের জন্য।
আবার কখনো জীবনের পথে হয়তো দেখা হবে, হয়তো নয়!
অতঃপর ভালো থেকো নিজের মতো করে…….
২১টি মন্তব্য
তৌহিদ
সময়ের শুন্যতায় ভেসে যেতে হয় সকলকেই। তবু স্মৃতিরা জেগে থাকে নিজ পরিক্রমায়।
শুভকামনা আপু।
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ ভাইয়া।আপনাকে শুভ কামনা জানাই।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অতীত যখন সামনে এসে দাঁড়ায় তখন আর্তনাদ, চাপা কান্নাই সঙ্গী হয়। নিরবতাই একমাত্র অবলম্বন। কোনো না কোনো ভাবে হৃদয়ের অন্ধকার গহীনে হারিয়ে যাওয়া স্মৃতি বর্তমান কে এলোমেলো করে দেয় ক্ষণিকের জন্য। অফুরন্ত শুভকামনা রইলো
পপি তালুকদার
হুম সত্যি তাই।স্মৃতি হীন জীবন বিষাদের মতো লাগে।অশেষ ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ হৃদয়গ্রাহী কবিতা আপু।
শত কষ্টে থেকেও প্রিয়জনের জন্য শুভ কামনা
এরই নাম হয়তো পবিত্র ভালোবাসা।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
স্মৃতিময় বেদনা এমন করেই হয়ত আমাদের অজান্তে আমাদের
ছুঁয়ে যায়, হঠাৎ করেই।
পপি তালুকদার
হঠাৎ আটকে যাই সে স্মৃতিময় ভালোবাসাতে……
এভাবেই ভালোবাসা আসে আবার মাঝে মাঝে হারিয়ে যায়।
মনিরুজ্জামান অনিক
ভালোবাসার একটা অদ্ভুদ শক্তি আছে,
অদৃশ্য একটা টানে ভালোবাসার বসবাস।
যেই মানুষটাকে সবকিছুর বিনিময়ে চাই কিন্তু কোন এক বাঁধার কারণে যদি সেই মানুষটাকে না পাই,তখন কষ্টে আমরা নুইয়ে পড়ি সদ্য প্রস্ফুটিত লাউ ডগার মতো। কিন্তু জীবন থেমে থাকেনা।
ব্যস্ততায় ভেসে সময় কেটে যায়। আমরাও বাঁচি ব্যস্ততার কাঁধে ভর করে।
হঠাৎ যদি দেখা হয়ে যায় পুরনো মানুষটির সাথে..
আমরা থমকে যাই। স্তব্ধ হয়ে যায় গোটা পৃথিবী।
পুরনো স্মৃতিগুলো জ্বলজ্বল করে চোখের সামনে।
আমরা হারিয়ে যাই স্মৃতির মন্থনে। আবারো একবুক কষ্ট নিয়ে ফিরে আসি বর্তমানে।
আসতেই হয়।
অসাধারণ একটা কবিতা পড়লাম।
বুকে আজানা একটা কষ্ট মেঘের মতো কালো করে ধেঁয়ে আসছে।
শুভ রাত্রি।
পপি তালুকদার
কবিতা লেখা বেশ কষ্টসাধ্য কাজ মনে হয় আমার কাছে। বেশ প্রান নিয়ে চেষ্টা করে যাই…
মন্তব্যে বেশ উৎসাহিত হলাম।অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।
আরজু মুক্তা
অতীত, নীরবতা, স্মৃতি কেমন জানি সম্পুরক মনে হয়।
আর ব্যস্ততা ছুটি দেয় না। আমরাও চলি অবিরত।
পপি তালুকদার
চলাই জীবন।যখন থেমে যেতে হবে সেখানে সব কিছুর যবনিকা ঘটবে।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা কষ্ট ছাড়া হয় না ।কষ্ট পাই তবুও আমরা প্রিয় মানুষটার স্মৃতি ভুলি না। মনে পড়ে যায়।
মন কেমন করা কবিতা ভালো লাগলো। শুভ কামনা আপু।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ আপু।বেশ উৎসাহিত হলাম।
ভালো থাকুন সারাক্ষণ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লাগল কবিতা খানি পড়ে
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।
ইঞ্জা
জীবনের গহীন বালুচরে একটু একটু করে ডুবে যাচ্ছি আমি।
শুন্য থেকে শুন্যতায় ডুবে খড়কুটোকে আঁকড়ে ধরেছি জীবনের অস্তিত্বের জন্য।
চমৎকার উপস্থাপন।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ জানাই মন্তব্যের জন্য।
ভালো থাকুন,নিরাপদ থাকুন।
ইঞ্জা
শুভকামনা।
আশরাফুল হক মহিন
শুভকামনা প্রিয় কবি আপনার জন্য ভালো থাকুন সবসময় শুভেচ্ছা রইল
পপি তালুকদার
অনিঃশেষ ধন্যবাদ জানাই।
আপনিও ভালো থাকুন।