বিস্মৃতি

পপি তালুকদার ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ০২:৪৬:৫৪অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

দৈবক্রমে সেদিন লোকাল বাসের ভীরের মধ্যে আড়াল থেকে তোমায় দেখলাম!

মনটা যেন কেমন করে উঠলো,

বছর দশেক পর দেখা,

সময় বদলে গেছে, বদলে গেছো তুমি ও।

এ আর দোষের কি!

সবাই বদলে যায়!

অনেক প্রশ্ন ছিল মনে,কিন্তু কি করে তোমায় ডাকি।

মনে ভয়-সংশয় ছিল যদি কথা নাই বল।

ঢের ভালো দূর হতে দেখি।

 

আচ্ছা তুমি কেমন ছিলে, এখন কেমন আছ?

স্মৃতি হাতড়ে অনেক কথা মনে পড়ে গেল।

কি যে অদ্ভুত ভালোবাসা ছিল তোমার মনে।

আজ হয়তো কিছুই নেই অবশিষ্ট!

দোষ কারোই না, দোষ  একান্ত নিয়তির।

অনেক সাহস নিয়ে কিছুটা কাছে আসতেই,

নেমে পড়লে তুমি।

আবারও হারিয়ে ফেলাম তোমায়!

বাসের জানালা দিয়ে তোমায় দেখতে রইলাম,

বিস্মৃতি মতো ধীরে ধীরে তুমি মিলিয়ে গেলে......

 

জীবনের গহীন বালুচরে একটু একটু করে ডুবে যাচ্ছি আমি।

শুন্য থেকে শুন্যতায় ডুবে খড়কুটোকে আঁকড়ে ধরেছি জীবনের অস্তিত্বের জন্য।

আবার কখনো জীবনের পথে হয়তো দেখা হবে, হয়তো নয়!

অতঃপর ভালো থেকো নিজের মতো করে.......

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ