বিষের নীল

সুপর্ণা ফাল্গুনী ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১২:০৬:২৫পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

নিম তিতা, নিশিন্দা তিতা
তারো চেয়ে অধিক তিতা তোমার পোড়ামন।
মেঘ কালো, আঁধার কালো
তার চেয়ে বেশী কালো তোমার অন্তরাত্মা ।
বিষাক্ত নাগিনে যতটা না বিষ তার চেয়ে অধিক বিষ তোমার অন্তঃস্থলে।
যতটা দূর্গন্ধ মৃতশরীরে তার চেয়ে বেশী দূর্গন্ধ তোমার চিত্তপটে।

মনে রেখো একজন তোমায় ভালোবেসেছিল, শুধুই ভালোবেসেছিল।
বিনিময়ে শুধু তোমার হাসিমাখা মুখ খানি-
বুকের পাঁজরে বাক্সবন্দী করতে চেয়েছিলো।
তোমার কথার মায়াজালে বিভোর হয়ে-
স্বপ্নালোকে বসত গড়তে চেয়েছিল।
তোমার ঠোঁটের পাপড়িতে গোলাপের সুবাসিত মধু চেয়েছিলো।
তুমি তাতে হলাহল ঢেলে দিলে, অন্তরাত্মা কেঁপে উঠলো;
বিষের নীলে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত নীলাবরণ ধারণ করলো।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ