বিষের দায়

অনন্য অর্ণব ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৫:৫৯:০৮অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

শঠতার জঠরে যেই তিক্ত লোনা জল,

বাহিরে তার সুদৃশ্য নহর,

আকুল তৃষিত চষ্ণু হাপিত্যেশে মরে; তবু -

বোঝেনা সে স্বাস্থ্য হানিকর ।।

 

সময়ে তোমারে ফেলে অতল সমুদ্র জলে-

পাল তুলে যেই স্বার্থাণ্বেষী করলো পলায়ন,

আশু-সুসময়ে তারে তব চিত্তে ধরিবারে -

সর্ব-শক্তি সঞ্চয়ে হায় করো আয়োজন ।।

 

কামনা কাম্য না বলি প্রাণের মায়া সাঙ্গ করি

আত্মা তব দিচ্ছো বলিদান,

প্রেতাত্মা বুকেতে ধরি শঠতার বিষ লইলে বরি -

অনন্ত সেই বিষের জ্বালায় জ্বলবে অনির্বাণ ।।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ