
শঠতার জঠরে যেই তিক্ত লোনা জল,
বাহিরে তার সুদৃশ্য নহর,
আকুল তৃষিত চষ্ণু হাপিত্যেশে মরে; তবু –
বোঝেনা সে স্বাস্থ্য হানিকর ।।
সময়ে তোমারে ফেলে অতল সমুদ্র জলে-
পাল তুলে যেই স্বার্থাণ্বেষী করলো পলায়ন,
আশু-সুসময়ে তারে তব চিত্তে ধরিবারে –
সর্ব-শক্তি সঞ্চয়ে হায় করো আয়োজন ।।
কামনা কাম্য না বলি প্রাণের মায়া সাঙ্গ করি
আত্মা তব দিচ্ছো বলিদান,
প্রেতাত্মা বুকেতে ধরি শঠতার বিষ লইলে বরি –
অনন্ত সেই বিষের জ্বালায় জ্বলবে অনির্বাণ ।।
৩০টি মন্তব্য
বন্যা লিপি
ভরে আছে চতুর্পাশ শঠতার বিষে। আমরা ক্রমশ নিমজ্জিত হতেই বিশ্বাস করে। তবু নিজেরা পারিনা গড়ল-সরলতা ছেড়ে দিতে। চমৎকার লিখেছেন। সর্বদা ভালো থাকুন।
ত্রিস্তান
সভ্যতার চরম শীর্ষে অবস্থান করেও আমরা কতটা অসভ্যতা ধারণ করে চলেছি তা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না আপু। ধন্যবাদ আপনার সুগঠিত মন্তব্যের জন্য ।
শামীম চৌধুরী
ভাল লাগার মতন কবিতা।
ভালো থাকুন।
ত্রিস্তান
ধন্যবাদ দাদাভাই । অনুপ্রাণিত হলাম।
নীরা সাদীয়া
এই শঠতা, নির্মমতা, তিক্ততার শেষ কোথায়?
ত্রিস্তান
অনেক কঠিন প্রশ্ন আপু। তবে আমরা আশাবাদী একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষ তার নিজের ভুল বুঝতে শিখবে। ধন্যবাদ ।
রেজওয়ানা কবির
অসাধারণ শব্দচয়ন।অনুভূতির প্রকাশ সুন্দর।
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়। শুভ কামনা নিরন্তর ।
সুপর্ণা ফাল্গুনী
কেউ কারো বিষের দায় নিতে চায়না। নিজেকেই এই গরলতা থেকে বের হতে হবে কিন্তু আমরা কি তা চাই? শঠতার জঠরে বিষে পরিপূর্ণ হয়ে আছে চারপাশ। দুঃখের সাগরে সবাই ফেলে চলে যায় আবার তারেই খুঁজে পেতে কত আয়োজন। শুভ কামনা রইলো
ত্রিস্তান
আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে মুখোশ খুলে বেরিয়ে আসলেই কেবল সমাজ থেকে শঠতা স্বার্থপরতা দ্বন্দ্ব সংঘাত দূর হতে পারে। নিয়ত প্রেরণায় অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা ।
ফয়জুল মহী
বেশ চমকদার প্রকাশশৈলী, শুভ কামনা ।
ত্রিস্তান
অনেক অনেক ভালোবাসা জানবেন দাদাভাই । ভালো থাকুন সবসময় । শুভকামনা ।
মোঃ মজিবর রহমান
বাহিরের কালো নহর যে ভাবে প্রবাহিত মানুষ আজ কলংকিত। আওব শঠতার আশ্রয়ে বন্দি।
দারুন প্রকাশ ত্রিস্তান ভাই।
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন দাদাভাই । ভালোবাসা অবিরাম ।
মোঃ মজিবর রহমান
ভালোবাসা অবিরত। ভাই।
রেহানা বীথি
আত্মার বলিদান হচ্ছে প্রতিনিয়ত। খুব ভালো লাগলো আপনার কবিতা।
ত্রিস্তান
অনেক অনেক ভালোবাসা আপু। আপনার জন্মদিনের শুভেচ্ছা ।
খাদিজাতুল কুবরা
এটাই হয়তো জীবনের নিয়ম।
জেনে-বুঝেই আমরা কখনো কখনো বিষ পান করি, এবং হজম ও করি।
যে বিষ মিশে গেছে সীসার মতো আকাশে বাতাসে তাকে নির্মূল করা সহজ নয়।
আমি কি ঠিক বুঝতে পেরেছি?
ত্রিস্তান
একদম ঠিক। নিজে থেকে যখন কোন ভুল করা হয় তখন তার প্রায়শ্চিত্ত থেকে নিস্তার আশা করা যায় না । তবুও আমরা প্রতিনিয়তই কোন না কোন ভুল করে চলেছি। মনোযোগ দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা । ভালো থাকুন সবসময় 💖
তৌহিদ
এত বিষণ্ণ কেন? আপনার লেখা কবিতা পড়া মানেই অন্যরকম অনুভূতি। জীবন তার গতিতেই চলবে, আত্মার পরিশুদ্ধি খুব সহজ নয় কিন্তু।
নিয়মিত আপনার লেখা চাই কিন্তু। ভালো থাকুন ভাই।
ত্রিস্তান
পৃথিবীর খুব কম মানুষই নিজের সমালোচনা করতে পারে। আসলে বোঝে সবাই কিন্তু ভুল স্বীকার করে দায় মেনে নিতে পারাটাই হচ্ছে কৃতিত্ব। যা সবাই পারে না।
কেউ কেউ পোস্ট না বুঝেও মন্তব্য করে যেটা মন্তব্যের শব্দায়নই বলে দেয়। কিন্তু তাতে যে একজন লেখকের তৃপ্তি মেটেনা এটা তো আর সবাই বোঝে না। ধন্যবাদ দাদাভাই 💖
আরজু মুক্তা
আত্মা কলুষিত হলে আর ভালো থাকা যায় না।
কবিতা ভালো লাগলো
ত্রিস্তান
বেঁচে থাকলেই প্রাণী কিন্তু বোধ না থাকলে মানুষ নয় । অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন 💖
শামীম চৌধুরী
ভালো লাগলো।
ত্রিস্তান
অনেক অনেক শুকরিয়া দাদাভাই💖
জিসান শা ইকরাম
ভিতরে কস্টের পাহাড় থাকলেও বাইরে আমরা কেউই তা দেখাতে চাইনা। বরং নিজেকে সুন্দর আনন্দিত ভাবেই প্রকাশ করি।
অনেক দিন পরে ব্লগে আপনাকে দেখে ভাল লাগছে খুব।
শুভ কামনা।
ত্রিস্তান
প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখায় সময় এবং মনোযোগ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা।
আমি গ্রামে ছিলাম। ওখানে নেটওয়ার্ক এতো বাজে যে আমার নেটেই ঢোকা হতো না, তারউপর পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম। ঢাকায় এসে সম্ভাব্য সব পাসওয়ার্ড ইউজ করতে করতে কোনটাতে যে লগিন হয়েছে এখন সেটাই মনে করতে পারছি না।
যাই হোক করোনার কারণে অনেক কিছুই উলোট পালট হয়ে গেছে । আশা করছি খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভুতির প্রকাশ কবি
ত্রিস্তান
অসংখ্য ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকবেন সবসময় । শুভকামনা নিরন্তর 💖
উর্বশী
কিছু কষ্ট একান্তই নিজের। কিন্তু প্রকাশ ভংগি হয় অন্যরকম।
জীবন নামের নাট্যমঞ্চে কমবেশী সবাই অভিনেতা অভিনেত্রী। কখনও বুঝে,কখনও না বুঝেও অনেক কাজ করতে বাধ্য হই এবং সেটা সহ্যও করতে হয় বা করে চলি। তবুও হাসির ফোয়ারা মেলে ধরে রাখি। চমৎকার অনুভূতির সুন্দর প্রকাশ।
ভা) লাগলো। শুভ কামনা রইল।