বিষন্ন পথে

রিতু জাহান ৫ এপ্রিল ২০১৭, বুধবার, ০৮:১৬:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

কি এক বিষন্ন ছায়া এসে ভর করায়,
সাঁজের আলোয়, সোনালী এক দিপ্ত মাখব বলে, বেরিয়ে পড়লাম দিগন্ত ছুতে,
মেঠোপথ চিরে রেল লাইনের ঐ পথ ধরে
তপ্ত রোদের সে বিষন্ন ছায়া ছেড়ে।
সাঁজের বেলা গেলো মোর, সন্ধ্যা এলো।
জোনাকীর বেশে এলে আলোর মিছিল নিয়ে
ঝিঁঝিঁপোকা ডেকে সাড়া দিল, পাহারায় আছি।
মধুর সে সন্ধ্যাও এখন ফুরিয়ে এলো
ধ্যানার্থীর তপোবনে লুটাতে, ফুটে উঠতে শুরু করলো সব শিউলী।
রাতের গভীরে জোনাক হারালো
তার আলোর মিছিল নিয়ে।
একলা আমাকে ভৌতিক এক কুয়াশা ঘিরে ধরলো।
অন্ধকার এক অতল গহ্বরে টেনে নিতেই,
আকাশের বুকে এক ফালি চাঁদ হয়ে হেসে উঠলে।
দূরে তুমি বহুদূরে, তবু আলোর এক পথ দিয়ে অনুস্বরে বললে,"হেঁটে চলো।"

 
,,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,,,,,,

বিঃদ্রঃ এই শব্দগুলো সাজাতে সাহায্য করেছে আনিছ ভাইটুর একটা মন্তব্য পড়ে। ধন্যবাদ ভাইটু।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ