বিষণ্ণ সময়ের পদাবলী

আগুন রঙের শিমুল ১৪ জুলাই ২০১৮, শনিবার, ০২:৩৭:৪৫পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আমাদের দ্বিতীয় জীবন
একে অপরে -
আমাদের মৌনতা ছুঁয়ে
বিষন্নতা মাখা শব্দরাজি
গলে গলে পরে।

আমাদের বিষন্নতা,
আমাদের ঘুমহীন রাতে -
আমাদের ভালোবাসা,
একদিন উধাও হবো বলে
তেপান্তর পেরিয়ে ;
ছুঁয়ে দিয়ে যায় -
নৈঃশব্দিক হাতে।

একই নক্ষত্রের নীচে তবু .....

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ