
আজ কাল খুব বিষন্ন থাকি
তোমাকে ভেবে ভেবে
নিরবিচ্ছিন্ন ব্যস্ততায় ক্লান্তির অবকাশে
প্রশান্তির নির্যাস পাই, প্রতিনিয়ত কল্পনায়
তোমার উপস্থিতে ।
তুমিও খানিকটা বেপরোয়া হয়েছ বেশ
যখন তখন হানা দাও, চিন্তায় চেতনায়
সম্পূর্ণ আচ্ছন্ন করে রাখো
তোমার মায়ার আঁচলে, ভালবাসার বৃত্তে ।
১৮টি মন্তব্য
রেজওয়ানা কবির
অল্প কথায় সুন্দর প্রকাশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
সামশুল মাওলা হৃদয়
আজ কাল খুব বিষন্ন থাকি
তোমাকে ভেবে ভেবে
কত রাত দিন কেটে দি
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লেখা।।খুব ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
রেহানা বীথি
ভালোবাসার মানুষ তো ভাবনায় যখন-তখন হানা দেবেই।
ভালো লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
আরজু মুক্তা
বৃত্ত যেনো না ছাড়ে।
কামরুল ইসলাম
ছাড়বে না
ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
কবিতায় বিষন্নতা টের পাচ্ছি। মন খারাপ থাকলে মানুষ কম কথা বলে শুনেছি। এখন দেখছি কবিতার লাইনেও তার প্রভাব পড়ে!! আরেকটু বড় লেখা দিন কামরুল ভাই, আমরা মনে আনন্দ নিয়েই পড়বো 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
আলমগীর সরকার লিটন
তুমিও খানিকটা বেপরোয়া হয়েছ বেশ————-চমৎকার এক ভাবনা কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মোঃ খুরশীদ আলম
কতো রাত , কতো দিন কেটে যায় তবু
পোহায়না রাত আমার যেন,
পোহায় না রাত আমার।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
এবার রাত পোহাবে
রোকসানা খন্দকার রুকু
সুন্দর প্রকাশ। ভালো লাগল। শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা