পৃথিবীতে কত কিছুইতো বা ঘটছে যার সমাধান দেয়া খুবই মুশকিল।কিছু ঘটনা কিছু কথা কিছু দেখা এমন হয় যা ইতিহাস হয়ে যায়।অন লাইনের বিভিন্ন সাইট হতে জানা বিষয় গুলো প্রিয় ব্লগটিতে সেয়ার করলাম।তবে কোন অবস্থাতেই এটা কপি পেষ্ট নয়।
(y) বিশ্বের এক সময়কার দাপটশীল রাষ্ট্র নায় হিটলার এবং আরেজক জন স্টালিনের মতো যারা পৃথিবীতে চার কোটি মানুষ হত্যার জন্য দায়ী তারাই আবার পৃথিবীর সব চেয়ে সন্মান জনক অষ্কার পুরষ্কারের জন্য মনোনীত হন।
(y) কেউ যখন ঘুমের মধ্যে নাক ডাকে তার অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছেন না।
(y) সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ী দরজা আটকানো বেআইনি সুতরাং শব্দ দূষণে ওরা কই আর আমরা কই!
(y) টাইগার শার্ক এর বাচ্চারা পেটে থাকার সময় মারা মারি করে যেটা বেচে যায় সেটা জন্ম নেয় আর মরে যাওয়া শার্ক শিশুটি পেটেই থাকে।
(y) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ধাতুর স্বপ্লতার কারনে,সেই সময়ের অষ্কার পুরষ্কারের ট্রফিটি কাঠের তৈরি ছিল।
(y) একজন মানুষের পক্ষে কোন অবস্থাতেই চোখ খোলা রেখে হাচিঁ দিতে পারেন না।
(y) শুধু যে পৃথিবীর মানুষ তা না আয়না দেখে নিজেকে চিনতে পারে আরো দুটো জীব তা হলো ডলফিন ও শিম্পাঞ্জি।
(y) ব্রাজিলে প্রায় চার মিলিয়নেরও বেশী গাড়ী চলে গেসোহল নামক জ্বালানি দিয়ে আর এই গেসোহল জ্বালানিটি তৈরী হয় আখ বা সুগারকেন দিয়ে।
(y) প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনের বিশেষ পোষাক পড়ত যা এখন মেয়েদের নিকট খুব জনপ্রিয় একটি পোষাক, নাম তার স্কার্ট।
(y) সৌদি আরবে দেশের পতাকাঁ কোন অবস্থাতে কোন দিবসেই অর্ধনমিত করা হয় না কারন তাদের পতাকাঁয় পবিত্র কালেমা লেখা রয়েছে।
(y) একটি জিরাফ বাচ্চা জন্মানোর সময় প্রায় পাচ ফিট উপর থেকে পড়েও এরা অধিকাংশ সময় ব্যাথা পায় না।
(y) ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর সত্যতার প্রমান দিয়ে পৃথিবী হতে বিদায় নিয়েছেন,মালবোরো সিগারেট কোঃ প্রথম মালিক ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে।
(y) ইঁদুর আর ঘোড়া কখনো বমি করে না।
(y) পৃথিবীর সব চেয়ে ক্ষুদ্রতম প্রানী হচ্ছে "রিভার ডি"।
(y) ভারতে অন্য যে কোন দেশের তুলনায় বেশী পোষ্ট অফিস রয়েছে।
(y) level শব্দটির অক্ষরগুলো উল্টে দিলেও একই থাকবে।
(y)  আগষ্ট মাসটিকে বলা যেতে পারে জন্মোৎসব মাস কারন সারা বিশ্বে এ মাসেই সব চেয়ে বেশী জন্ম দিন পালন করা হয়।
(y) মেয়েরা সাবধান!অধিকাংশ লিপষ্টিক তৈরীতে মাছের আঁশ ব্যাবহৃত হয়।
(y)  ইংরেজী বর্ণমালার সব চেয়ে বেশী ব্যাবহার হয় E আর সব চেয়ে কম ব্যাবহার হয় Q
(y) ২৪ ঘন্টা ছেলেরা প্রায় দুই হাজার শব্দ আর মেয়েরা ছেলেদের দ্বিগুণ শব্দ ব্যাবহার করনে যাকে বলে বাচাল।
(y) রক্ত কোন উৎপাদন বা তৈরি করা যায় না তা কেবল মাত্র এক জন স্বেচ্ছায় রক্তদাতা থেকেই পাওয়া সম্ভব।
(y)  রক্ত দান একটি মহৎ কাজ।রক্ত দেয়ার ২৪ অথবা ৪৮ ঘন্টার মধ্যেই তা আবার পুনরায় নিজ দেহে তৈরী হয়ে যায়।সুতরাং রক্ত দান ভয়ের কিছুই নেই বরং শরির গঠনে উকৃত।
(y) ১৯২২ সালে ৩রা সেপ্টেমম্বর লিবিয়া আল জিজিয়া নামক স্থানে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা  ১৩৬.৪ ডিগ্রি ফারেনহাইট অথাৎ ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
(y) পিপড়েরাঁও চিড়ুনি রাখে ওরা মাঝে মাঝে সামনের দু পা দিয়ে নিজেকে পরিপাটি করে।
(y) ডলফিন ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমায়।
(y) ফড়িংয়ের কান থাকে হাটুতে।
(y)  আফ্রিকার সিসাডা মাছি(cicada fly)১৭ বছর ঘুমিয়ে কাটায়।ঘুম থেকে উঠে জীবিত থাকে মাত্র দু সপ্তাহ।
(y) ডিমের হলদে কুসুম যাতে খোসায় না লাগে সে জন্য মুরগী তার ডিমগুলোকে বার বার উল্টিয়ে দেয়।
(y) উট পাখির চোখঁ তার মস্তষ্ক থেকে বড় হয়।
(y) হাসেঁর প্যাক প্যাক শব্দ কখনো প্রতিধ্বনি হয় না।
(y) বাঘদের পশমে যেমন ডোরা কাটা দাগ থাকে তেমনি তাদের চামড়াতেও থাকে।
(y) ক্যাঙ্গারো ও ইমু পাখি কখনিই পিছনের দিকে হাটতে পারে না।
(y) রাশিয়ায় পিটার দা গ্রেটের আমলে কেউ যদি দাড়ি তবে তাকে রাষ্ট্রকে কর দিতে হত বলে আইন ছিল।
(y) ফ্লোরিডায় ঘোড়া চুরির আইন হচ্ছে ফাসি দিয়ে মৃত্যুদন্ড দেয়া।
(y) জ্যাক ড্যানিয়েল হুইস্কি যে শহরে উৎপাদন করা হয় সে স্থানে সেবন ও বেচা কেনা নিষিদ্ধ।
(y) একটি বিষ্ময়কর আইন হলো আমেরিকায় নিউ ইয়র্ক শহরে কেউ যদি উচু ভবন হতে লাফ দিয়ে মরতে মরতে বেচে যায় তবে তাকে সুস্থ করে আবার তাকে মেরে ফেলা হয়।

ধন্যবাদ
আবারো আসবো

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ