বিশ্বাস করো

রিমি রুম্মান ১১ জুন ২০১৪, বুধবার, ১০:১৬:২০পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

সেদিনও___
পিচ ঢালা কালো পথে ছিল লাল পাপড়ি বিছানো
দু'ধারে সারি সারি কৃষ্ণচূড়া মৌনতায় দাঁড়ানো
বিশ্বাস করো, এটা শেষরাতের স্বপ্ন নয়, সত্যি
দিবা-রাত্রি, চন্দ্র-সূর্য, জীবন-মৃত্যুর মতই সত্যি।

অতঃপর___
সময়ে সামনে এলো পথে পথে কাঁটা বিছানো জীবন
নিদারুন সংগ্রামে টিকে থাকার বাস্তবতা কঠিন, ভীষণ
বিশ্বাস করো, আগামীর পথে হেঁটে যাওয়া পথটুকু
ভরদুপুরে তেতে উঠা সূর্যের মতই ছিল নির্দয় নিষ্ঠুর।

আজিকে___
আমার সবুজ আঙিনায় ছেয়ে আছে গোলাপি পাপড়িরা
রক্তিম কৃষ্ণচূড়ার আদলে নাম দিয়েছি গোলাপি কৃষ্ণচূড়া
বিশ্বাস করো, প্রতি গ্রীষ্মে স্মৃতি হাতড়ে এই বেঁচে থাকাটুকু
দীর্ঘ কারাবাস শেষে প্রতীক্ষিত প্রত্যাবর্তনের মতই সুখকর।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ