বিশ্বাস।

মনিরুজ্জামান অনিক ১৭ মে ২০২২, মঙ্গলবার, ১২:৩৯:২৫পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

 এক এক করে খুলে ফেলছি বুকের ছাতি 

কবিতার ভেতর বারংবারই আমি ভুল পথে হাঁটি। 

ভুল মানুষের সাথে সখ্যতা হয়,

দু'দণ্ড জিরোই তার বুকের উঠোনে।

ঠান্ডা জল পান করি অজলা ভরে,

খানিক বাদে সে মুচকি হাসে, বলে -

পথিক এতো জল নয় বিষ,

এখনি শুরু হবে তার ক্রিয়া। 

আমি নির্বাক চোখে তাকিয়ে থাকি উঠুনে বেড়ে উঠা সবুজ লাউ ডগার দিকে, সেখানে বসে আছে একটা সবুজ টিয়া।

চোখ বুজে আসে, নিখাঁদ ঘুমে তলিয়ে যায় পৃথিবী। 

আর আমি নক্ষত্রের পতনের শব্দে ঘুমিয়ে পড়ি।

...

 

 

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ