বিশেষ ত্রি- সংকলন

নাজমুল হুদা ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৪:২৩:০৮অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

ক.
আমার তিনখাতে মজুদ দুঃখ আছে;

দুঃখ
দুঃখ
দুঃখ
ক্রমাগত আত্ম প্রতিরক্ষায়
সয়ে নিতে নিতে আমি ভালবাসি

    মনে পড়ে শিল্প সফলতায়
তোমার খাতের উর্বর দুঃখগুলো

পড়ে আছে; আমরা ছেড়ে গেছি..

খ.

    তোমার দেওয়া শরীরসম্মত
আমি ভুগছি,বেরিয়ে এসো-
বাঁচতে শিখাও..

    দুঃখ স্বল্পতায় আয়ু গেলে,
আমার ভীষণ পাপ হবে
তোমার যাবে দিন- অভিশাপে!

গ.
ফেলে গেলে কেউ শুদ্ধ হয়;

    দেখেই তো গেছে, সে-
নির্দিষ্ট মনে, যত্রতত্র দুঃখ ফেলুন।

নেত্রকোনা, ময়মনসিংহ

 

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ