বিরহ অনল

জাহাঙ্গীর আলম অপূর্ব ২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ০৭:৩৪:০৫পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

  1. সেই মুখ সেই কথা ভোলে না'তো মন 
  2.  মনে কষ্ট নিয়ে ভাই করি এই পণ। 
  3. হৃদয়ের কোণে সে তাে ছিলো আলোময় 
  4. তারে বিহীন কষ্ট রে দুখে হয় ক্ষয়। 
মনে জাগে সেই কথা ভোলে না তো মন 
কি হয়েছে তোমা সাথে ভাবি সারাক্ষণ। 
হৃদয়ের কথা গুলো মনে পড়ে যাই 
বিরহ অনল বুকে কোনো কথা নাই। 
প্রেমের কথা বলা যে অতি কষ্ট ভাই 
তার মতো এত কষ্ট  পৃথিবীতে নাই। 
করেছে যেজন প্রেম  বোঝে সেইজন 
সদা থাকে এলোমেলো বিনিময়ে মন। 
শত ব্যথা বুকে নিয়ে গাই সদা গান
বিরহ অনল বুকে উদাসীন প্রাণ। 
দিবানিশিতে সতত চাই তোকে মন
বুঝাতে পারি না মন জাগে ক্ষণে ক্ষণ। 
তোমায় ছাড়া সতত হতাশায় মন 
কেমন দিন যে গেছে তোমার যে সন। 
হৃদয় যে ছারখার প্রিয়া যে বিহীন 
বসে ভাবি তোমা কথা অরণ্য গহীন। 
রচনাকালঃ
২৬/০৬/২০২১

 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ