বিরহের বিমূর্ততা

সুপর্ণা ফাল্গুনী ২২ মে ২০২০, শুক্রবার, ০২:০৩:১৮অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

নিয়মের ঘূর্ণিপাকে আজ আমি শ্রান্ত,
গন্তব্যের ধ্বজা হারিয়ে গেছে দূর্বোধ্যতার উর্ণাজালে।
মননশীলতা থমকে গেছে ব্যর্থতার গড্ডালিকায়;
শূণ্যতার উপস্থিতি অহর্নিশি-
অমানিশার শামিয়ানা হয়ে আবর্তমান।
পথ হারিয়েছে পথের বিরাগ-অভিমানে;
অন্তর্জ্বালায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে ব্যথার শ্মশানঘাটে।

স্বপ্ন-জাগরণে ধেয়ে আসে অবিরত-বিরহের বিমূর্ততা;
ছুঁয়ে গেছে জীবনের চতুর্মাত্রিক পটভূমি;
ভবনদী বয়ে চলে সর্পিল গতিতে-
নিরাশার লন্ঠন হাতে নিয়ে।
চিরস্থায়ী ঠিকানার ডাক ভেসে আসে-
সুদূর তেপান্তরের মাঠ পেরিয়ে কর্ণযুগলে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ