বিরহী নিশি (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার, ০৮:০৮:৪৩পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
পাখির স্বপ্ন যতো হয়েছে অরাতি।
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
তবুও ঝিঁঝিঁর ডাক উঠেছে কি মাতি,
ভুলেছে মশক বলে নালার দু’কূল?
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

২৪৭জন ১৮২জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ