অফিসের কাজে দূরে কোথাও যাওয়ার কথা হলে এম ডি আসিফ সাহেবের সবচেয়ে প্রিয় মুখ শায়নের কথায় আগে মনে পড়ে। এবারও এর ব্যতিক্রম হয়নি। আসিফ সাহেব তার সবচেয়ে প্রিয় আর বিশ্বস্ত কর্মচারী শায়নকে সমস্ত কাজ বুঝে দিয়ে গাড়ির চাবি দিয়ে দিল। এম ডি সাহেবের ব্যক্তিগত গাড়ি অফিসের কর্মচারীদের মধ্যে একমাত্র শায়নই ব্যবহার করতে পারে।
দিনটি ছিল শনিবার। শায়ন গাড়িতে পেট্রোল ভরে নিয়েছে সাথে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়েছে। অনেক দূরের পথ অতিক্রম করে, কাজ শেষ করে আবার ফিরে আসতে হবে ভেবেই শায়ন খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেড়িয়ে পড়েছে। ভোরের রাস্তা বেশ নির্জন। দু একটা দূরপাল্লার বাস ছাড়া আর কিছুই চলছে না রাস্তায়। শায়ন মিউজিক চালিয়ে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। একটু একটু করে ভোরে অন্ধকার কেটে গিয়ে সকালের আলো ফুটেছে। রীতিমতো বেশ কিছু প্রাইভেট কার, বাস ট্রাক চলতে শুরু করেছে। একটার পর একটা গান বাজচ্ছে। হঠাৎ কানে ভেসে এলো তার খুব প্রিয় একটি গান।
‘দূরে দূরে মেঘ যাচ্ছে সরে
মন মেললো স্মৃতির দু ডানা’
গানটা যখনই শোনে অন্যমনস্ক হয়ে যায় শায়ন। গানের কথা গুলোর মধ্যে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা খুঁজে পায়। খুঁজে পায় ফেলে আসা অতীতের কিছু মুহূর্ত। গানটা কানে পড়লেই বাস্তবতা ভুলে যায়। আজও এর ব্যতিক্রম হলো না। ঠিক এমন সময় দূর থেকে এক ট্রাক এসে শায়নের গাড়িকে ধাক্কা দিয়ে চলে গেলো। গাড়ির সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেলো। শায়নের মাথা সহ সমস্ত শরীর থেতলে গেলো। এমন সময় এলাম ঘড়ি বেজে উঠলো। ধড়ফড় করে উঠে বিছানায় বসলো শায়ন। পুরো শরীর ঘামে ভেজা।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সুন্দর অনুগল্প,
এমন লেখায় মন এসেছে দেখে আনন্দিত লাগছে।
যা কঠিন কঠিন লেখা লেখেন!!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
অনুগল্প লিখতেও কিন্তু বেশ লাগছে
এখন থেকে রেগুলার চেষ্টা করবো
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
উর্বশী
পড়তে বেশ ভাল লাগলো। এমন সুন্দর লেখা আরও চাই আপু।
আমার মনে হয় এখনো লেখাই শিখলাম না। এত ভাল সবাই লিখেন। সুন্দর গল্পের অপেক্ষায়। ভাল থাকুন,অফুরান শুভ কামনা রইলো ।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ রেগুলার লেখার চেষ্টা করবো। কিন্তু আপনিও বেশ লেখেন আপু। সামিয়ার গল্পটা দুর্দান্ত হয়েছে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবসময়।
রেহানা বীথি
মৃত্যু বিভৎস সবসময়ই। কখন যে কে পৃথিবী ছেড়ে চলে যায়!
ভালো লাগলো আপনার অণুগল্প।
সুরাইয়া পারভীন
ঠিক বলেছেন আপু। কার ডাক কখন আসে তা বলা মুশকিল। মৃত্যুই একমাত্র চিরন্তন সত্য
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর অনুগল্প।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদাভাই
নিয়ম করে সব পোস্ট পড়ার জন্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সবসময়
মনির হোসেন মমি
প্রথমেতো সত্য সত্যই মনে করেছিলাম শেষে এসে চমকে গেলাাম স্বপ্ন দেখছিিল।খুব সুন্দর অনুকল্প।
সুরাইয়া পারভীন
চমকে দিতে পেরেছি জানে ভালো লাগছে
অনুগল্প লেখার চেষ্টা করছি ভাইয়া
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
ওহ্ দুঃস্বপ্ন!
এমন না হোক
সুরাইয়া পারভীন
হ্যাঁ আপু দুঃস্বপ্ন ছিল
আপনাদের দেখে দেখে অনু গল্প লেখার চেষ্টা করছি।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
এমন মৃত্যু স্বপ্নে দেখাও তো বিভৎস। তাও নিজের মৃত্যু। অনেক সুন্দর হয়েছে অনুগল্প। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো আপনার জন্য
সুরাইয়া পারভীন
হ্যাঁ দিদিভাই দুঃস্বপ্ন হলেও নিজের মৃত্যু দেখা বিভৎসই বটে। কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
স্বপ্নে নিজের মৃত্যু ,ভাবতেই গা শিউরে ওঠে। চমৎকার অনু গল্প।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন ভাইয়া
স্বপ্নে নিজের মৃত্যু দেখাও বিভৎস
ভালো থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
ওহ্ যাক বাঁচা গেল ।স্বপ্ন ছিল তাহলে!
**‘দূরে দূরে মেঘ যাচ্ছে সরে
মন মেললো স্মৃতির দু ডানা’*** আমারও পছন্দের।
শুভ কামনা আপুনি।
সুরাইয়া পারভীন
হ্যাঁ ওটা দুঃস্বপ্ন ছিল।
গানটি আমারও প্রিয় আপু রোজ শুনি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
অনুগল্পে দুঃস্বপ্ন ভালোই ফুটে উঠেছে। বেখেয়ালে গাড়ি চালানো মোটেই উচিত নয়।
সুন্দর লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
দুঃস্বপ্ন কখনো কখনো সত্যি হয় কারো কারো জীবনে। অসতর্কতার কারণে এমন বিপর্যয় নেমে আসে মানুষের জীবনে।
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়