বিভ্রান্ত

অরণ্য পুলক ১১ নভেম্বর ২০১৩, সোমবার, ১১:৪৫:২৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

অক্ষয়িতা অমরভাব থাকিবে তোমার কত,
মৃত্যু বিনা তোমার কাছে দিন বাকি আছে যত।
কখনোবা  পাপের কথা ,কখনোবা পুণ্য;
তোমারি মনেতে বুঝি তুমি অপূর্ণ।
বিশ্বাসীকে খুঁজো তুমি অবিশ্বাসী হয়ে,
নিজের বিভ্রান্তির কাছে নিজেকে যে খুইয়ে।
আশ্চর্য্য প্রকৃতি আমি শুধুই দেখে যাই,
তোমার মতই কতডজন মানুষ খুঁজে পাই।
স্থির প্রকৃতি তাহার অস্থির ভাব রুপ,
তাহার মাঝে ইচ্ছা করে দিতে গভীর ডুব।

-_-

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ