
সময়ের স্রোতে দু’চোখে এখন বিভীষিকাময়!
রাত নেই দুপুর নেই সব ক্ষেত্রেই মন জঙ্গল ভরা
তবু ক্ষণে ক্ষণে পথ চলা হাজার বছর পর
স্বপ্নে দেখা পৃথিবী আমার রূপ লাবণ্য যেনো ধূসর ময়
আতঙ্কিত সোনালি ভোরের ফুলেল শোভা!
অথচ সুবাসে যত সব কিচ্ছা কাহিনী দুধের সরে ঢেউ
অবসান শুধু মাটির ঘ্রাণ ভরা মৃত্যুর বার্তা;
কাঁদবে কি আর? যমুনা বাঙালি করতোয়া ইছামতি!
দেশ দুষমন ইচ্ছাগুলো উড়ে না আর বিভীষিকা-
হয়ে যায় বুঝি বন্যা সমগ্র লাল সবুজের পতাকা।
২৬ অগ্রহায়ণ ১৪২৮, ১১ ডিসেম্বর ২১
৭টি মন্তব্য
মনির হোসেন মমি
কাঁদবে কি আর? যমুনা বাঙালি করতোয়া ইছামতি!
চমৎকার দেশপ্রেম।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা
চমৎকার দেশপ্রেম বলার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুুস্থ থাকবেন————
হালিমা আক্তার
সময়ের স্রোতে একদিন ভেসে আসবে সোনালী স্বপ্নীল ভোর। পৃথিবী ফিরে পাবে রূপের মাধুরী।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
মুগ্ধতা লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুুস্থ থাকবেন————
মোঃ মজিবর রহমান
হাজারো দুঃখ কষ্ট সমস্যা তবুও দৃশ্যমান আমার বাংলাদেশ, স্বগৌরবে উন্নতি রাস্তা, বিদ্যুৎ, ব্রিজ কাল্ভাট উঠছে সরকারী-বেসরকারী সুউচ্চ অট্টালিকা হচ্ছে দেশের অগ্রতি হইতো কাঙ্ক্ষিত পর্যায় নয়। আমরা নতুন ক্ষত দেখি কিন্তু পুরাতন ক্ষত মাথার পিছনে। এর থেকেও ভালো কে আছে ধরবে হাল, করবে চাষ দেশটায়।
আশা করি হাজারো মন্দের মাঝে দেশের অগ্রগতি বিগত বছরের চেয়েও অনেক অনেক ভালো।
সুন্দর কাব্য লিখা বাউল কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
মুগ্ধতা লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুুস্থ থাকবেন————
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং লিটন ভাই।