বিবেক

শিরিন হক ১২ জুলাই ২০১৯, শুক্রবার, ০১:০১:১০পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

আলো -এখনো নিরব রয়েছ?
আধার- উদ্দেশ্য কী তোমার?
আলো- মানবতার পরাজয় একি মানা যায়!
আধার- সত্যি সত্যি এও কী হয়?
আলো- মুর্খ, যুবক যুবা মরছে আজ। শীলতার হানি একি মানা যায়!
আধার- কী আছে করার।
আলো- এখনো বিবেক এই কথা বলে!
আধার- প্রতিবাদ, মানববন্ধন, বিচার, সভা হচ্ছে তো।
আলো- সমবেত হই, মিলাই হাত, কাঁধে কাঁধ চলো করি প্রতিকার।
আধার- যার ইচ্ছে করুক।
আলো- হায়রে মানবতা সব দেখে এত নিরবতা।
আধার- আপন প্রাণ বাঁচা।
আলো- ধিক্কার।

বিবেকের দংশনে যখন মরিবে ,পাবে না তখন ছুটি। আজ বিবেক জাগ্রত করো নইলে হারাবে সবি। মানবতার বলাৎকারে মৃত্যুর পথে দেয় কড়া। জাতির পরাজয় আজ নপুংসকের ক্ষুধা নিবারণের কাছে বাঁধা।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ