বিবর্তনের গল্প

নাজমুল হুদা ২৮ জুন ২০২০, রবিবার, ১২:২১:২১অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
বিড়ালের মতো ঘনিষ্ঠতম দৃশ্যে
আমাকে মাংসের ডোবা থেকে
সযত্নে; মানুষের কায়দা শিখানো হয়েছে।
.
মনিবের হুকুম, "তোরে মানুষ বলছি
তুই অধিক মানুষের সচিত্র নিয়ে আয়।"
.
সওজ খুঁটির মাইল দূরত্ব নির্দেশনায়
নরম তুলতুলে পায়ের নিশ্চিত নিঃশ্বাস
প্রতিনিয়ত তাঁদের সীমানায় ঢুকে যাচ্ছি
তুলে নিচ্ছি- মানব সচিত্রে বনাম সচিত্র।
.
ফিরে আসি; শুয়ে থাকে অন্যজন
কুকুর ভেবে আমাকে তাড়িয়ে দিলে
তিনি আর কাউকে চিনতে পারলেন না।
ছবিটি গুগল থেকে নেওয়া]
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ