
আজকাল কলম কথা বলছে না, অসাড় হয়ে গেছে।
অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ডায়েরীর শ্বেত-শুভ্র জমিনটাকে।
কিছুতেই সন্ধি ঘটছে না কলম-ডায়েরীর।
কলম যতই ভালোবেসে আলিঙ্গন করতে চায়,
ডায়েরী বুকে নিচ্ছে না শব্দের ঝুলি, কাব্য ব্যঞ্জন।
প্রকৃতির বর্ণ, গন্ধে এখন আর শব্দরা লুটোপুটি খায় না।
বর্ষা গিয়ে শরতের পালে যৌবনের জোয়ার এসেছে,
চারিদিকে আগমনী বার্তা- বিষণ্ণতায় রঙের প্রলেপ পড়েছে।
অনুগামী স্বপ্নগুলো পথ ভুলে আজ সমাধিস্থ শিরিষ/মেহগনির ছায়াতলে,
আকাশসম ভালোলাগা গুলো ডুবে মরেছে মধুমতি/তালতলার সলিল সমাধিতে।
লাল বেনারসিতে বিবর্ণ প্রজাপতি পার্থিবজীবনের ধ্রুপদী সুরের জলাঞ্জলি এঁকে যায়।
অবসাদের ভীড়গুলো মনের আকাশে জমা হয়ে মেঘ হয়ে ছুটছে অনির্বার,
বিষণ্ণ ঘাসফড়িংয়ের দল উড়ছে উদ্দেশ্য বিহীন শীতল জলরাশির আগমনী-বার্তায়।
ময়ূরপঙ্খী কচুরিপানার সৌন্দর্য বিকশিত হয় পথের ধারে অবহেলা আর অযত্নে।
সমুদ্রের লোনা জলে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখের প্রাচীন ইতিহাস বিলীন হয়ে যায়,
ধ্রুপদীতে অশ্লীলতার বসন জড়িয়েছে বিশুদ্ধ সরোবর উলঙ্গ করে।
সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।
৩৫টি মন্তব্য
নাজমুল হুদা
না ধরা দিলেও অনেক কথায় ধরা দিয়েছে।
না বলা না লেখাও কবিতা হয়ে গেছে।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্য কারী হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়া। চমৎকার মন্তব্যের জন্য একরাশ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
নাজমুল হুদা
প্রথম হইছি এখন গিফট দেওয়া লাগবো। নইলে আন্দোলন করে ব্লগ অচল করে দিবো। 😆
সুপর্ণা ফাল্গুনী
🍰🍰 খেয়ে নেন
বন্যা লিপি
চলছে না কলম
চলছে না মগজ
চলছে না শুদ্ধ মনের দৌঁড়…..
যা চলছে… তা কেবলই মনের আত্মাহুতির হাহাকার।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো মন্তব্য। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফয়জুল মহী
অতুলীয় ভাবনায় নান্দনিক লেখনী ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
সুপায়ন বড়ুয়া
“সমুদ্রের লোনা জলে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখের
প্রাচীন ইতিহাস বিলীন হয়ে যায়,”
দিদির তরে করি প্রার্থনা
যাতে বিবর্ণ সময় সদা কেটে যায়।
ভাল লাগলো শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপনাকে। এমন ভাবে উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ইঞ্জা
সমুদ্রের লোনা জলে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখের প্রাচীন ইতিহাস বিলীন হয়ে যায়,
ধ্রুপদীতে অশ্লীলতার বসন জড়িয়েছে বিশুদ্ধ সরোবর উলঙ্গ করে।
সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।
অসাধারণ প্রকাশ
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞ। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ইঞ্জা
শুভেচ্ছা অফুরান
ছাইরাছ হেলাল
না-চলনেই যদি এমন হয় তবে এই না-চলন জারি থাকুক।
চললে যে কী-হবে ভাবতে পারছি না !!
বসন্ত কিন্তু সামনেই !!
সুপর্ণা ফাল্গুনী
অগ্রীম লেখা বুকিং দিলেন!! ভালো ভালো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। শুভ কামনা সতত
তৌহিদ
লেখা মাথায় জট পাকাতে থাকে অথচ লিখতে না পারা এটা খুবই কস্টের আর মনোবেদনার। অথচ তারপরেও চমৎকার একটি লেখা লিখলেন কিন্তু আপু। পড়ে ভালো লাগলো। আসলে সময়টাই কেমন বিষণ্ণ যাচ্ছে।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ভাইয়া সময়টা খুব খারাপ যাচ্ছে। অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু লিখতে বসলে জট পাকিয়ে যাচ্ছে। পাশে থাকার জন্য কৃতজ্ঞ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন অবিরত শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
আসলেই বর্তমান সময় বড়ই বৈচিত্রময় কবি সুপর্ণা দিদি
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ভাইয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
শামীম চৌধুরী
প্রথমেই নতুন কর্মস্থলে যোগদান করায় জানাই অভিনন্দন।
সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।
বাস্তবতার গন্ধ আছে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশীর্বাদ করবেন। আপনার জন্য ও শুভকামনা রইলো অফুরান।
আরজু মুক্তা
না লিখতে চাইলেও যে এমন লেখা বের হয়েছে। তা পড়েই আমরা ধন্য। “অনেক কথা যাও যে বলে কোন কথা না বলে। ”
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
আপু অনেক অনেক ভালো লাগলো। অফুরন্ত ধন্যবাদ জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
কবিতার প্রতিটি লাইন বেশ ভাবার্থ।
বেশ লিখেছেন, দিদি।
আমরা সকলে বিষণ্ণ সময় পার করছি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রেহানা বীথি
সময়টাই যে এক দুঃসময়। মন অসাড় করে দিচ্ছে, কলমও যেন মুখ ফিরিয়ে নিচ্ছে।
মনের কথাগুলো খুব সুন্দর লিখলেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। সত্যিই সময়টা অন্যরকম যাচ্ছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা আপনার জন্য। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
সময় খুব অগোছালো চলছে। সব ঠিক হক এই প্রত্যাশা করি।
কলম আর ডায়্রীর অমিলেই দারুন কাব্য প্রকাশ।
সুপর্ণা ফাল্গুনী
শুভ সকাল ভাইয়া। অফুরান কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে এভাবেই পথ চলতে চাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
ধ্রুপদীতে অশ্লীলতার বসন জড়িয়েছে বিশুদ্ধ সরোবর উলঙ্গ করে।
সোমরসের ভরা যৌবনে দ্বিরেকের আত্নাহুতি লুব্ধকের পেয়ালায়।****প্রত্যেকটি লাইন এ সময়ের বাস্তবতা। আমাদের মনের কথা। ভীষন ভালো লাগলো দিদিভাই।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
শুভ সকাল আপু। আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা বারবার মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
রেজওয়ানা কবির
আজকাল আমারও সত্যি কলম কথা বলছে না,
পড়ে গেছে কলমের কালি,
নয়ত বা কলমই হয়ে গেছে অলিখিত কলম।
কলমের সাথে সাথে ডায়েরীটাও অকেজো হয়ে গেছে,
আরে! শুধু পেপার খুললে, নেট খুললে সব যায়গায় শুধু নির্যাতন আর যন্ত্রনার খব্র,এই পরিবেশে কলম আর আমারও চলছে না,শুধু হতাশা গ্রাস করছে।
শুভকামনা আপু।অসাধারণ লেখনী।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই এমনি হচ্ছে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আন্তরিক ভাবে। তবুও লিখুন । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা অফুরান
সুরাইয়া পারভীন
ডায়রী কলমের সন্ধি না হলেও
আঙ্গুল আর মোবাইলের কীবোর্ডের হয়েছে দারুণ মিলবন্ধন।
কলম থেমে গেলেও আঙ্গুল চলছে হরদম
কলম অসাড় হলেও মস্তিষ্ক ঠিকই আছে সক্রিয়
তাতেই হবে নতুন নতুন সৃষ্টি
ভালো থাকবেন দিদিভাই
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমন মন্তব্য সবসময়ই আনন্দ দায়ক। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য