বিবর্ণ-ধূসর জীবন

সুপর্ণা ফাল্গুনী ১৯ জুলাই ২০২০, রবিবার, ০৭:০০:০২অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
ধূসরতার আদরে স্বপ্নের বসবাস।
ছিন্নভিন্ন , জরাজীর্ণ নীল চাঁদোয়ার ফাঁক গলে-
দুঃখরা রঙীন বাসরে অভিসারে মত্ত মর্ত্যলোকে।
গন্ধহীন, স্পর্শহীনতায়  বাসনারা আজ ক্ষুধার্ত;
পঁচা শামুকে ক্ষতবিক্ষত কুমারী-বেশ্যার নারীত্ব।
তারারা জ্বলছে আত্নাবিহীন অন্তিম-যাত্রার অর্পণে;
জ্বলছে সঞ্জীবনী-শিষ রুধির বক্ষে দেবীর চরণতলে।
অশ্রু জলপাতায় মহাকাব্যের পৌরাণিক ধারাপাত
বয়ে চলে নিরবধি লহরী বেয়ে বেয়ে।
ক্ষয়িষ্ণু দেহটাকে টেনেহিঁচড়ে গ্যালাক্সীর গন্তব্যে,
নগ্ন খোঁড়া পায়ে হেঁটে চলে যোজন যোজন আলোকবর্ষ।

৬৮৮জন ৪৮০জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ