
বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
ধূসরতার আদরে স্বপ্নের বসবাস।
ছিন্নভিন্ন , জরাজীর্ণ নীল চাঁদোয়ার ফাঁক গলে-
দুঃখরা রঙীন বাসরে অভিসারে মত্ত মর্ত্যলোকে।
গন্ধহীন, স্পর্শহীনতায় বাসনারা আজ ক্ষুধার্ত;
পঁচা শামুকে ক্ষতবিক্ষত কুমারী-বেশ্যার নারীত্ব।
তারারা জ্বলছে আত্নাবিহীন অন্তিম-যাত্রার অর্পণে;
জ্বলছে সঞ্জীবনী-শিষ রুধির বক্ষে দেবীর চরণতলে।
অশ্রু জলপাতায় মহাকাব্যের পৌরাণিক ধারাপাত
বয়ে চলে নিরবধি লহরী বেয়ে বেয়ে।
ক্ষয়িষ্ণু দেহটাকে টেনেহিঁচড়ে গ্যালাক্সীর গন্তব্যে,
নগ্ন খোঁড়া পায়ে হেঁটে চলে যোজন যোজন আলোকবর্ষ।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভালোবাসার স্বপ্ন-বাসর যতই বিবর্ণতায় ধূসর হোক না কেন
স্পর্শের বন্ধনহীনতায়, চাতকের জল তো চাই-ই।
সুপর্ণা ফাল্গুনী
একদম। চাতকের জলবিনে হয়কি শুদ্ধ! প্রথম হবার জন্যি একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
ধূসরতার আদরে স্বপ্নের বসবাস। “
তবু ও তো কেটে যায় জীবন
পেয়ে যাই আজো বাঁচার আশ্বাস।
ভালো লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা বাঁচার আশ্বাসে কি মন ভরে? মনের ক্ষুধা যে মেটেনা । ভালো থাকবেন সুস্থ থাকবেন অবিরাম শুভ কামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা। দারুণ প্রকাশ — বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
ধূসরতার আদরে স্বপ্নের বসবাস।
শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া সত্যিই আপনার অনুপ্রেরণা ও আশীর্বাদে জড়িয়ে গেলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদি আপনিও ভালো এবং সুস্থ থাকবেন।
সাবিনা ইয়াসমিন
আরো কয়েকবার পড়া লাগবে। মাথার উপ্রে দিয়ে যাচ্ছে 🙁
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা পড়েন আপু। সুন্দর একখানা মন্তব্য দিয়েন তারপর। অপেক্ষায় রইলাম। ভালো থাকুন সুস্থ থাকুন। 🌹🌹
ফয়জুল মহী
অপূর্ব ভাবনায় অভিজাত লেখনী ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অফুরন্ত
নিতাই বাবু
হুম! হচ্ছেও এমন। চলছেও এমন।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবিরাম শুভ কামনা
আলমগীর সরকার লিটন
জ্বলছে সঞ্জীবনী-শিষ রুধির বক্ষে দেবীর চরণতলে।
——–চমৎকার এক ভাবনা ছুঁয়ে গেলো কবি আপু
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ কবি ভাই। আপনাদের অনুপ্রেরণা ও শুভকামনা আমার জন্য আশীর্বাদ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া নার্গিস
বাহ্! দারুন কবিতা পড়ে মুগ্ধ হলাম দিদি ভাই।
ভালো থাকুন,
শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। অফুরন্ত কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন। শুভ কামনা অবিরাম
আরজু মুক্তা
এখন আর আত্মিক ভালোবাসা নাই। তাই ছিন্ন বিচ্ছিন্ন করে যতটুকু নেয়া যায়।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ইসিয়াক
বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
ধূসরতার আদরে স্বপ্নের বসবাস।…………
তবু ভালোবাসার পেতে উন্মুখ মন চিরকাল পথ চেয়ে রয় ,জানে যদিও এখন কঠিন সময়। ধরা দিক ভালোবাসা, জয় হোক ভালোবাসার। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো। নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
কবিতাখানির গভিরতা বেশ!
ধারাপাতের গননা বেশ কঠিন মনেই হল।
ভালবাসার চাদরে থাকা আর বিদীর্ন বুকে ক্ষত রার মাঝেও তৃপ্তির ঠেকুর তোলা লাগে দিদি।
বেশ প্রকাশ করলেন।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর বলেছেন। আশীর্বাদ প্রার্থনীয়। শুভ কামনা রইলো। ভালো থাকবেন অহর্নিশি
মোঃ মজিবর রহমান
আপনিও ভাল থাকুন
সুরাইয়া পারভীন
বির্বণ ভালোবাসা
ধূসর স্বপ্নবাসর রঙিন হয়
কারো মধুর বাক্যালাপে
কারো আলতো স্পর্শে
এই যে এতো রাগ অভিমান তেজ
ক্ষত বিক্ষত হৃদয়ের করুণ আর্তনাদ
মুহূর্তে ই তো সব ভুলে যায়/যাই
কারো সান্নিধ্যে
কারো ক্ষণিক আগমনে
বড্ড বেশি অবুঝ মন বলেই বুঝি সবাই…
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম। অহর্নিশি শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
দালান জাহান
কিছু একটা আছে আপনার ভেতরে দেখা যাচ্ছে অক্ষরে তার ছাপ
সুপর্ণা ফাল্গুনী
তাই! কি দেখা যাচ্ছে? ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম