বিপ্লব কবিতা ভালোবাসে

প্রদীপ চক্রবর্তী ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৭:৪১:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

সুকান্ত,
নক্ষত্র নিয়ন্ত্রিত নীলাকাশের বুকে এখনো বসন্ত আসেনি। শীতার্ত শরীর জুড়ে কেবল বিপ্লব।
সে বিপ্লব কাঁটাতারের সীমান্তে দীর্ঘস্থায়ী!

বিপ্লব যুদ্ধের ব্যূহ রচনা করে। মিছিলে মিছিলে সাজায় প্রেমের প্রতিমূর্তি।

আমাদের প্রেম হয়নি।
কিন্তু প্রতিবিম্বে প্রতিফলিত হয়েছে কিছু জমানো নিয়মমাফিক গল্প।
গল্পে তো কত প্রেম থাকে, থাকে কত না বলা কথা।
আজকাল তা আর প্রস্ফুটিত হয় না।
বরং গল্প, গল্পই থেকে থাকে।

এখন আর মাঠ ভর্তি ইরিধান নেই।
তবুও সিদ্ধ ধানের সুধাময় সুগন্ধি বের হয় অপরাজিতার সন্ধ্যারাতে।

শীত চাপিয়ে পড়লে কবিতারা অজানায় ছুটে চলে।
তাই আর মুঠো বন্দি করে রাখা যায়না কবিতা।
কিন্তু বিপ্লব যে কবিতা ভালোবাসে।
বিপ্লবী যে প্রেমময়ীর কাঁধে মাথা রেখে কবিতা শোনে।

হেমন্তের শেষ প্রহরে চারদিক জুড়ে কেবল শুকনো পাতার মরসুম। তাই হরির লুটের মতো ঝরে পড়ে আছে সজনের পাতা।

সুকান্ত,
প্রেমে পড়লে মানুষ ব্যাকরণের নিয়ম ভেঙে কত কবিতা লেখে। পাঠক সমাজে কত আলোচিত ও সমালোচিত হয়। আমাদের প্রেম হয়নি বলে গল্প এসে জমা হয়।
রাত গভীর হলে খোলা মাঠে সাজাও তুমি তাসেরঘর।

কিন্তু বিপ্লব যে কবিতা ভালোবাসে।

.

ছবিঃ সংগৃহীত।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ