বিপ্লবী

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩০ নভেম্বর ২০২০, সোমবার, ০২:২৯:২০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আমি তো এ আইন মানি না

যেথায় মানুষ হিসেবে আমি
পাব না কোনো অধিকার
যে আইনের কাছে নিতে পারব না বিপদে আশ্রয়
আমি কিভাবে মানি এই কালো
সুশীল সমাজ কখনো বর্বরতা মেনে নেয় না
এই মানবতা বিরুদ্ধী আইন
এ আইন মানি না
এ আইন আমি মানিতে পারি না
এ আইন পরিবর্তনের জন্য
এর বিরুদ্ধে আন্দোলন করব
সংগ্রাম করব।
যেথায় নেই আমার মানুষ হিসেবে কথা বলার অধিকার
দিতে পারি না  কোনো কাজে মতামত
আমি তো মানি না এই রকম আইন
এ আইনের পরিবর্তনের জন্য
আন্দোলন করব
সংগ্রাম করব।
যাদের কাছে নেই কোনো মানুষ প্রতি ভ্রূক্ষেপ
শুধু নির্যাতনের আর নিপীড়ন চিন্তা
আমি তো তাদের সাথে নির্ভীকভাবে লড়ব
তাদের সকল অন্যায় অবিচারের পরিবর্তনের জন্য
তাদের বিরুদ্ধে আন্দোলন করব
সংগ্রাম করব
যাতে আমরা আমাদের সকল অধিকার স্বাধীকার
ফিরে পায়
তার জন্য আন্দোলন করব
সংগ্রাম করব।
আমি তো দুর্বার
আমি তো সব অন্যায় অবিচার ভেঙে করি চুরমার
আমি মানি না কারুর দাসত্ব শৃঙ্খল
ভেঙে ফেলি অন্যায়ের অত্যাচারের তাসের রাজত্ব
আমি তো বিপ্লবী
আমি সব অন্যায় অবিচারের নীতিমালা
পরিবর্তন করি ।
 রচনাকালঃ
১১/১১/২০২০
৪৯৩জন ৪০৩জন
3 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ