বিপরীত পদ্য

মোকসেদুল ইসলাম ১০ ডিসেম্বর ২০১৪, বুধবার, ১২:১৯:৫৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

কাগজের নৌকা ভালোবাসা বোঝে না
শুধু সময়ের চোরা স্রোতে ইতিহাস লিখে রাখে
ছোট ছোট ঢেউয়ের ছন্দে তাল মিলিয়ে চলতে পারে না বলেই
যাত্রার শুরুতেই ডুবে মরে।

বাল্যশিক্ষা পড়াবে বলে আদর্শলিপি না জানা বালক
দিব্যি পণ্ডিত সেজে বসে যায় মূর্খের পাঠশালায়,
ঘড়ির কাঁটায় বার্ধক্য ঠেকানো যায় না জেনেও
অলস মস্তিষ্কের বৃদ্ধ মাথার টাক ঢাকার মতো দুঃসাহস দেখায়।

হলুদ ফুলের মতো তীব্র হতাশা নিয়ে বেঁচে থাকা যুবক
সুখ খুঁজে নিষিদ্ধ রাত্রির অন্ধকারে।
বৈশ্বিক মানবতাবাদীরা এখনও শুকনো নদীর জলে দাঁড় টেনে চলে
সাহসের ঘাড়ে বন্দুক বসিয়ে নিজের স্বার্থ হাসিল করে,
যুদ্ধশিশু অনুকম্পা নিয়ে বড় হলেও সভ্যতা ধ্বংসকারীকেই
কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকা আমাদের কর্তারা আজও ঠাকুর মানে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ