বিনোদিনী

ছাইরাছ হেলাল ২৬ আগস্ট ২০১৫, বুধবার, ০৩:৩৮:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৯ মন্তব্য

কোন্‌ সে রূপ যেখানে তুমি তোমাকে পাও,
তোমাকে তুমি পাও?
শত পাওয়া না পাওয়ার হিসেব হীনতার মাঝে,
বন্ধু আমার, বন্ধু তোমার।

হে বন্ধু,
অজানার সিঁড়ি বেয়ে কতো খুঁজেছি তোমায়,
যন্ত্রণার দুঃখ-জ্বালায়, তিমির-মগ্ন ডেরায়
প্রণয়-দীর্ণ ম্রিয়মাণ সন্ধ্যায়, ভেজা মেঘ-বর্ষায়, নীরবে সরব
জল-জ্যোৎস্নায়, ব্যথা-বিচ্ছেদের ভীষণ আলোকিত-অন্ধকারে;

রাই,
বন্ধু তুমি আমার,বন্ধু আমি তোমার
নীরবে চোখ তোলো,
তাকাও...............

0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ