বিধাতা, তোমাকে খুঁজি (গদ্য কবিতা)

পারভীন সুলতানা ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ১২:৪৪:২৩পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

বিধাতা , আমি তোমাকে খুঁজি
খুঁজি ঘরসংসারে, আনাচে কানাচে সারা বাড়ীময়।
যেখানে যৌতুকের জন্য নিরপরাধ নববধু
কেরোসিনে পুড়ে মরে, অথবা
পাশের বাড়ীর ময়না বউ
স্বামী শাশুড়ির নির্দেশে ফি বছর বছর
মেয়েশিশু গর্ভপাত করে , নিস্পাপ প্রাণ হরন করে
অথচ ওরা নিজেদের ধার্মিক বলে।

বিধাতা , আমি তোমাকে খুঁজি
খুঁজি রাস্তার ধারে, খোলা ময়দানে
পার্ক কিংবা রেল স্টেশন এবং স্টিমার ঘাটে ।
যেখানে সাত বছরের অনাথ টোকাই মেয়ে
এক মুঠো ভাত খেতে না পেয়ে , যৌন পুতুল হয়ে খেলে ।
রক্তাক্ত ছিন্ন শিশু, হাসপাতালের দোরগোড়ায় একা ধুকে মরে ।
অথচ ওরা হরহামেশা শিশু অধিকারের কথা বলে ।

বিধাতা , তুমি কোথায় ? আমি যে তোমায় খুঁজি
খুঁজি হন্যে হয়ে , ইতিউতি চারিধার
ছিঁচকে চোর , দশ বছরে অভুক্ত শিশু
চুরি করে খেয়ে ছিল কটি সিঙ্গারা আর মিষ্টি
বেদম প্রহারে আধমরা রাস্তার একধার
সেকি উল্লাস উদ্বাহু নৃত্য যুবক ছেলেদের গুষ্টি ।
অথচ ওরা নাকি সবার জন্য নিবেদিত সমাজ সেবক বলে দাবি করে ।

কোথায় না খুঁজেছি তোমায় , সাগর সীমান্তে
পালতুলে হাল ধরে ছুটে যাই তোমার সন্ধানে
এখানে হরতাল হয় পরস্পর বিরোধী রাজনৈতিক দলে
নেতারা অফিস চালায় , শীতাতপ নিয়ত্রিত কক্ষে বসে
চা কফি আর তাস খেলার আড্ডায় নিত্য নতুন বুদ্ধি খোলে।
রাজপথে সিএনজি পোড়ে , বাসে আগুন লাগে , শ্রমিক ড্রাইবার বলি হয়।
এসিদদগ্ধ স্টেশন ওয়াগানে গরীবের একমাত্র সন্তান ।
তারপরেও এরা বলে , ওরাই নাকি মানুষের তরে উৎসর্গকৃত প্রাণ
তারপরেও ওরাই জাতীর প্রবক্তা, করে মহামূল্য সংবিধান সংরক্ষণ ।

বিধাতা আমি তোমার সভায় হাজিরা দেই
যাই মসজিদ, মন্দির মঠ গির্জায়
তোমাকে দেখবো বলে , তোমার সভায় তমাকে খুঁজি ।
দেখি এক ধর্মের মানুষ অন্য ধর্মাবলম্বীকে দ্বিধাহীন খুন করে
মসজিদ ভাঙে, মন্দির পোড়ায়, পোড়ায় মানুষের বিশ্বাস
ওরা জানে কাক কখনো কাকের মাংস খায় না,
অথচ ওরা নিজেদের ধর্মের প্রবক্তা বলে, ওরাই নাকি ধর্ম বাহক ।

বিধাতা , তুমি কোথায় , কোন নির্বাসনে
নিরন্তর তোমাকে খুঁজি , খুজে হয়রান ব্যর্থ আমি
শুনেছি তুমি নাকি পরিত্যাগ করেছ
মানুষ নামক অমানুষ হায়েনার অশুচি আত্ম কুঠি ।
আমি নিতান্তই অসহায় এক জীব, মানুষ নামে পরিচয়ে পাই ভয়
তাই আজ একান্ত তোমাকেই চাই, আমি দুর্বল আমাকে দাও ঠাই ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ