বিদ্রোহ

সাফায়েতুল ইসলাম ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০৯:৫৩:০৩পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

যদি বলি পৃথিবীতে আর কোনদিন কোন বিপ্লব সুগঠিত হবে না, স্লোগানে আর কোনদিন রাজপথ মুখরিত হবে না। দ্রোহের বিপরীতে বিলাপের সুর ভেসে আসবে না। ন্যায়ের জন্য আমরা আর কখনো লড়বো না।

তুমি কি বিলীন হয়ে যাবে ? নিঃশেষের দিকে হারিয়ে যাবে ?

প্রিয়তমা আমার !

তুমি স্বয়ং নিজেই যখন একটি অনন্য বিপ্লবের গতিধারা। পুষ্পিতার ন্যায় সমন্বিত হয়ে আছো সামগ্রিক পদচিহ্নে। যখন মার্ক্সীয় নন্দনতত্ত্ব তোমায় পদধূলি দেয়, নত হতে থাকে আরাধনার সমস্ত যুক্তি ও দর্শনতত্ত্ব। যেখানে মলিন হয়ে যায় রবীন্দ্রনাথ আর জীবনানন্দের প্রেম। সেখানে তুমি বরং আমাদের আন্দোলিত ভাবনায় এক মহান আলোড়িত সৃষ্টির মহিমা।

------------***--------------

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ