pilot2

স্থাপিত-১৮৪৯, পরিচিত ছিল ব্রিটিশ আর্মি স্কুল নামে, পরে ১৯১৬ সালে এই স্কুলটি পাইলট হাই স্কুল নামে পূন-প্রতিষ্ঠা করা হয়।

আমার স্কুল, আমার বিদ্যালয় সখাঃ

ষান্মাসিকে কিংবা ফুটবলের ম্যাচে,

অন্যদের প্রতিদ্বন্দ্বী করে

সামান্য এগিয়ে গেলেও অসামান্য সুখ!

আঙ্গুলে আঙ্গুলে ভাব বা মুহূর্তে কাটাকাটি।

একদিন আন্তঃস্কুলের; ঐ কালো পীচে

দলবদ্ধ ভাবে বিজয় মুকুট নিতে শিকারী হয়েছি;

যেন বিদ্যালয় সারা জীবনের, তার স্বার্থেই লড়ে যাওয়া।

আচ্ছা, স্কুল কি আমাদের মনে রাখে?

 

শুনেছি সবাই ভালো আছে,

সাফল্যে কেউ নেতা

পতনে কেউ কবি!!

যোগভাগ নিয়ে আমারো চলে যায়, কম বেশি

অর্থ কড়ি ঘরে, ব্যাস্ততা নিয়েছি চিনে।

বাস্তব খেলায়, খেলা মুছে গেছে সেই কবেই,

মাঠ গেছে দখলে!!

হতে পারে ভাব বা রোমন্থন

নৌকার মত স্মৃতির গুনটানা কিংবা

যে নামেই তাকে ডাকি!

কৈশরের রোদেলা দিনগুলো আমাদের

শ্রেষ্ঠ সময়; চাইলেই তাদের ভোলা যায় না।

 

সবাই কোথায়?

বাইরে, দেশে ব্যাবসায়, কাজে কেরানিত্বে;

অথচ কি জ্বলে জ্বলে স্মৃতি,

যেন আগে ভাগে স্কুলে পৌঁছে;

সতীর্থদের অপেক্ষায় আছি।

আচ্ছা,

স্কুল কি আমাদের মনে রেখেছে?

 

 

 

প্রথম প্রকাশঃ সাহিত্য সাময়িকী ২০০০(সম্ভবত ঈদ সংখ্যা মনে নাই, উন্মাদ তাই), কবিতাটি ছবি আকারে, অনলাইন কবিতা সংকলনে দ্বিতীয়বার প্রকাশ হয় ২০০৯ সালে।

 

১২২৬জন ১২২১জন
3 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ