বিদীর্ণ বিহঙ্গ

আতা স্বপন ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৫:০২:৫৮অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

বিদীর্ণ বিহঙ্গ, ক্ষুধার্ত শৃগাল
নিঃসংগ ভালে ত্রিমাত্রিক নকশা
লোলপ দৃষ্টি বদনের পরতে পরতে
রিক্ত হিয়া সিক্ত করে রক্তিম স্রাব।
বাহুর বেষ্টনে লেপ্টে থাকে নগ্ন হাহাকার
হিংস্রতার মাঝে প্রেম লীলা।
কাব্যিক কামুক কবি চিত্তে চেতন
ললনার লাস্যময়ী নয়ন।
গ্রেনেট, বেওনেটে ক্ষতবিক্ষত তন্বী গাত্র
কালের সাকি টেলে দেয় মদিরা।
গন্ধে মৌ মৌ আভায় উম্মত্ত অভিসার
স্বপ্নীল বর্ণালী ঘোরে গৃহকোনে নীলাভ শাড়ির পার।
কামনার অন্তিমে ডুবে থাকে
দুটি জ্বালাময় আগ্নেয়গিরি
আধাঁর কুহেলিকা আপসারিত
ক্লান্তি  তপ্ত ঘর্মাক্ত দেহ যুগলে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ