বিদায়

সামশুল মাওলা হৃদয় ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:৫১:১০পূর্বাহ্ন স্মৃতিকথা ২১ মন্তব্য

বিদায় শব্দটা আমাদের সবার কাছে কম বেশি পরিচিত।মাত্র

তিন অক্ষর দিয়ে গঠিত “-বিদায় শব্দটি”।এ শব্দটি বিষাদে ভরা। বিদায় শব্দটা আমাদের কানে আসলে মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে।হতাশা হয়ে পড়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে জীবন চলার পথে কতবার বিদায় শব্দটির সম্মুখীন হতে হয়।প্রাতিষ্ঠানিক বলেন,পরিবার বলেন,প্রিয় মানুষ বলেন,এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ।  আর প্রত্যেক বিচ্ছেদের মাঝে থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবারই নয়, এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের। সে-ই যে জন্ম লগ্ন থেকে বিদায়ের সূচনা, তারপর জীবন পথের বাঁকে বাঁকে আরো কত বিদায় যে অনিবার্য হয়ে আসে…।কিন্তু কারো কাছে বিদায়টা সুখের হয় না।প্রাতিষ্ঠানিক, স্বদেশ, পরিবার,ভালোবাসা মানুষ, ইত্যাদি থেকে যখন আমরা বিদায় নি, তখন আমাদের কেনো কাদঁতে হয় জানেন?

একটি শিশু ভুমিষ্ট হয়েই কাঁদতে থাকে। তার কাঁদার কারণ,এতদিন মায়ের নাড়ির সঙ্গে তার যে বন্ধনটা ছিল সেটি যে আজ ছিন্ন ভিন্ন হল। এভাবে জীবনের পরতে পরতে ছিন্ন হয় আরো কত প্রিয় বন্ধন! শিক্ষাজীবনের সমাপ্তিতে সহপাঠী ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় নেয়ার বিষয়টিও এমনি এক নিবিড় বন্ধন ছিন্ন হওয়া, যা খুব সহজে ভোলা যায় না। আমাদের জীবনে প্রত্যেকটি বিদায়ের ক্ষেত্রে কোথায় না কোথায় নিবিড় বন্ধন ছিন্ন করতে হয়েছে।যা আমরা চাইলে কখনো ভুলতে পারব না।

২৪০৭জন ২৩০৪জন
4 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ