বিদায় মাশরাফি

সৈকত দে ৬ মার্চ ২০২০, শুক্রবার, ০৩:২৯:৫৭অপরাহ্ন সমসাময়িক ১৯ মন্তব্য

সাল টা ২০০৬-২০০৭এর দিকে,আমি প্রাথমিকের ছাত্র।

আশরাফুল তখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন।তখন প্রায় সকলের কাছেই বাংলাদেশ দলের ক্রিকেট মানেই হলো আশরাফুল।

ভারতের শচীন টেন্ডুলকার,বীরেন্দর সেবাগ,গৌতম গাম্ভীর ও যুবরাজ সিং। পাকিস্তানের শহীদ আফ্রিদি,ওমর গোল,ওমর আকমল,কামরান আকমল। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা,মহেলা জয়ারবর্ধনে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক,রিকিপন্টিং এর ফর্ম তখন তুঙ্গে।

একদিন ক্লাসে এক শিক্ষিকা আমাকে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়ের নাম কি?

কিছু না ভেবেই হুট করে বলে দিলাম মাশরাফি বিন মর্তুজা।

তখন কার মাশরাফি আজকের এই মাশরাফি হয়ে ওঠে নি।

ম্যাডাম অনেকটা হতভম্ব হয়ে ওঠলেন!বললেন এত প্লেয়ার থাকতে তোমার ঐ ছেলে টাকে পছন্দ হলো?

আমি একটু নরম গলায় বললাম পছন্দের কি কোনো যোগ্যতা হয় ম্যাডাম!

সেই দিনের সেই অযোগ্য ছেলেটাই আজ সবার প্রিয় ক্যাপ্টেন ম্যাশ।মাননীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা।

টেস্ট টি টুয়েন্টি ছেড়েছেন আগেই। হটাৎ ঘোষণা করলেন আজ তার শেষ ম্যাচ, বিদায় নিবেন সকল প্রকার ক্রিকেট থেকে।

জিম্বাবুয়ের সাথে সিরিজের শেষ ম্যাচটাই তার শেষ ম্যাচ।

একজীবনে হয়তো সবার প্রিয় হওয়া যায় না কিন্তু অটল আত্মবিশ্বাস নিয়ে টিশার্ট এর কলার উচু করে দেশের জন্য খেলাও তো কম কিছু ।

শুধু একটাই চাওয়া যেখানেই থাকুন ভালো থাকুন প্রিয় ম্যাশ💓💓
বিদায়

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ