
ছিলে অনেক প্রিয় ফুটবলার, থাকবে আজীবন; ফুটবলকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসে।ছিলে লক্ষ হৃদয়ের ক্রাশ, ফুটবলের রাজপুত্র। ক্ষণস্থায়ী জীবনটা আরো ক্ষণস্থায়ী হয়ে গেল। তোমার জন্যই আর্জেন্টিনা কে ভালোবেসেছি, চিনেছি। তোমার জন্যই বাতিস্তুতা, মেসি প্রিয় ফুটবলার। তুমি দিয়ে শুরু ভালোবাসা বহমান রবে যুগ যুগান্তর ধরে।
২০২০ সালটা সবদিক দিয়েই বেদনাবিধূর, কষ্টের, প্রিয়জন হারানোর বিশাল তালিকাযুক্ত। সে-ই তালিকায় তোমার নামটাও জড়িয়ে গেল। তুমি বাংলাদেশকে চিনতে না কিন্তু এদেশেই তোমার কোটি কোটি ভক্ত আছে, থাকবে। ফুটবলকে ভালোবেসে , কোটি কোটি ফুটবল ভক্তদের যে কলাকৌশল উপহার দিয়ে গেছো তা অতুলনীয়, অনবদ্য। তোমার জন্যই আর্জেন্টিনা দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে।
আর্জেন্টিনোস জুনিয়রের হয়ে ১৬ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। জাদুকরি বাঁ পায়ে তিনি মাতিয়েছেন বার্সেলোনা, নাপোলি, সেভিয়া ও নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাব। রেসিং, জিমনাশিয়া ছাড়াও আর্জেন্টিনা কোচের দায়িত্বে ছিলেন ম্যারাডোনা।
তবে ম্যারাডোনা অমর হয়ে আছেন আর্জেন্টিনার জার্সিতে। ১৯৮৬ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপের দেখা পায় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপের পরই প্রতিষ্ঠিত হয়ে ম্যারাডোনার অমরত্ব—ফুটবল মাঠে পা রাখা সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।
তিগ্রে-তে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত (ক্লট) অপসারণ করা হয়েছিল।
তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাঁকে পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন। এই অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি কিংবদন্তি। এ ছাড়া সংবাদমাধ্যম ‘ক্লারিন’ও নিশ্চিত করেছে ম্যারাডোনার মৃত্যুর খবর।
যতদিন পৃথিবী বেঁচে থাকবে, যতদিন ফুটবল বেঁচে থাকবে তোমার নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। তুমি চির অমর হয়ে রবে কোটি কোটি ভক্তবৃন্দের হৃদয়ে। প্রিয় ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা ( ৩০শে অক্টোবর ১৯৬০-২৫শে নভেম্বর ২০২০ )। তোমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
ছবি ও তথ্য-গুগল
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
তিনি বেঁচে থাকবেন তার কোটি কোটি ভক্তদের মাঝে, ফুটবল ইতিহাসের পাতায় তার নাম চিরউজ্জ্বল হয়ে থাকবে। ভালো থাকুন তিনি ওপাড়ে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। তার আত্মার শান্তি কামনা করছি।
রোকসানা খন্দকার রুকু
আমার আর্জেন্টিনা দল পছন্দ এই অসাধারণ খেলোয়াড়টির জন্য। খুবই কষ্ট পেয়েছি। কিছু হারিয়ে যাওয়া সত্যিই অপূরণীয়।
সুন্দর একটি পোস্ট দিয়েছেন দিদিভাই।
তিনি ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ওর জন্য ই আর্জেন্টিনা কে চিনেছি, ওর জন্য সত্যিই খুব খারাপ লাগছে কারণ অকালে চলে গেলেন। ধন্যবাদ আপু
ছাইরাছ হেলাল
তিনি আমার ও প্রিয় ফুটবলার, অকালে চলে গেলেন হৃদয় নাড়িয়ে।
ভাল থাকুন আপনি যেখানেই থাকুন না কেন।
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ ভালো থাকুক যেখানেই থাকুন। আপনার জন্য ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
বড় দুঃখজনক আমারও খুব পছন্দেরছিল এভাবে চলে যাবে বিনম্র শ্রদ্ধা জানাই যেখানে থাকুক ভাল থাকুক
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। বিনম্র শ্রদ্ধা রইলো। আপনি ও ভালো থাকবেন
রেজওয়ানা কবির
যখন থেকে ফুটবল বুঝি তখন থেকে আর্জেন্টিনা, ম্যারাডোনা বুঝি, আজ খুব খারাপ লাগল,আমরা একজন সম্পদকে হারালাম।ওপারে ভালো থাকুক, আমিন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আমিও ফুটবল মানেই ম্যারাডোনা, ফুটবল মানেই আর্জেন্টিনা বুঝি। ভালো থাকুন ওপারে
জিসান শা ইকরাম
তার মৃত্যু সংবাদ শুনে খুব খারাপ লেগেছে।
তিনি অমর হয়ে থাকবেন ফুটবল ইতিহাসে।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তাই দাদা ভাই। ফুটবলের ইতিহাসে তার নাম অমর হয়ে থাকবে। ধন্যবাদ দাদা ভাই
প্রদীপ চক্রবর্তী
“আর্জেন্টিনাকে থামাতে চাও তাহলে ম্যারাডোনাকে থামাও। ম্যারাডোনা থামলেই আর্জেন্টিনা থেমে যাবে”
তাঁর আমলে একটা প্রচলিত বাক্য।
কিংবদন্তীর মৃত্যু নেই…
অপারে ভালো থেকো ফুটবলের রাজপুত্র।”
সুপর্ণা ফাল্গুনী
কিংবদন্তীর মৃত্যু নেই যতদিন পৃথিবী থাকবে, ফুটবল থাকবে তার নাম ও উচ্চারিত হবে আর্জেন্টিনার সাথে সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
হালিম নজরুল
চলে গেলেন রাজার রাজা
সুপর্ণা ফাল্গুনী
হুম চলে গেলেন রাজার রাজা। ধন্যবাদ ভাইয়া। বিনম্র শ্রদ্ধা রইলো
মনির হোসেন মমি
ফুটবল কী তা তার কাছ থেকেই মুলত আমরা বিশ্ববাসী চিনেছিল।গড গিফটেড এই ফুটবল যাদুকর এর বিদায় বিশ্ব ফুটবলের অপুরনীয় ক্ষতি হয়ে গেল।তার বিদেহী আত্মার মাগফিরাত ও স্বর্গবাসী হওয়ার কামনা করছি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আপনি ও ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরাম
আরজু মুক্তা
আর্জেন্টিনা আর ম্যারাডোনা কেমন জানি ওতপ্রোতভাবে জড়িত।
ভালো থাুন ওপারে
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই। আর্জেন্টিনা আর ম্যারাডোনা ওতপ্রোতভাবে জড়িত। ধন্যবাদ আপু। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি
আরজু মুক্তা
থাকুন
তৌহিদ
ম্যারাডোনা এবং ফিদেল কাস্ত্রে মৃত্যুবরণের তারিখটা একই। কাস্ত্রে ম্যারাডোনার জীবন বাঁচাতে কিউবারর দরজা চার বছর উন্মুক্ত করে দিয়েছিলেন।
ব্যক্তি ম্যারাডোনা অমুসলিম হয়েও প্যালেস্টাইনকে সাপোর্ট করে গিয়েছেন আমৃত্যু। খেলাধুলার বাইরেও তার জীবন বর্ণিল ছিলো। তিনি বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে।
চমৎকার পোস্টের জন্য অনেক ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
আপনার চমৎকার মন্তব্যে অজানা কিছু জানলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ওপাড়েও বর্ণিল থাকবেন ফুটবলের রাজপুত্র।
রুমন আশরাফ
বুকের ভেতরটা খচখচ করছে। ফুটবল ঈশ্বর নেই এটা ভাবতেই পারছি না।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই এটা মেনে নেয়া খুব কষ্টের। তার আত্মার শান্তি কামনা করছি। ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো।