উদাসীন পৃথিবীর এক কোণে বিজারিত যুথীকায়
তোমার ঠোঁট নিঃসৃত অমৃতকে সঞ্চিত করেছি-
আত্মদহনে, আমার গানের সুরে।
আমাকে ভুলে যাও সরে যাও ক্ষতি নেই;
সম্পূর্ণ ভোলার আগেই নিজের পদচিহ্ন এঁকে দিলাম-
চৈত্রদুপুরে, তোমার আঙিনায় দুয়ার পাশে।

তপ্ত বালিয়াড়ির বুকচিরে আহরিত কামনির্যাসের গাত্রোত্থানে
কিংবা নিরন্তর বয়ে চলা ঘাঘটের অন্ধকার অতল কূপে;
শতাব্দীর শেষ যে স্রোত ফুঁসে উঠবে
সেই ধারায় এখনো উঠছে আর নামছে-
খোঁপায় বাঁধা হলুদ এলামান্ডাটি।

আজ উদঘাটিত হয়েছে অতীতের সব ইতিহাস
আমি ছিলাম আছি থাকবো- সৃষ্টির আদি হতে অন্তে,
অসম মিলনের আলোক প্রকাশে;
নয়তো গড়ের মাঠের বিযুক্ত হংস রহস্যে।

ভালোবাসার অমৃত পেয়ালা হাতে নিয়ে
ঐ দূর পাণে, আকাশে জ্যোতির্ময় কালপুরুষ হয়ে;
যে রাত্রে সকল চিহ্নরা অচিনের মাঝে যায় মিশে
দ্বিধায়, ভয়ে- প্রবল কামোত্তাপের অগ্নি খরাতে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ