ওহে বাঙালি
তোমরা বুঝি বোঝো না
পাওয়ার মূলমন্ত্র
কিছু পেতে হলে কিছু দিতে।
শুধু বিজয় আসবে বলে
সারা বাংলা পাকরা করেছে তোলপাড়
তার জন্য বাঙালিকে সহ্য করতে হয়েছে
শাসন নামক পৈশাচিক নির্যাতন
দিতে হয়েছে এক সাগর রক্ত
কোল খালি হয়েছে মায়ের শত শত
হরণ করছে ওরা অসহায় মা ও বোনের ইজ্জত
শুধু বিজয় আসবে বলে
সন্তানের লাশ কাঁধে তুলে দাঁড়িয়ে আছে শোকাহত বাবা
ধ্বংস লীলায় মেতে ছিলেন পাকরা
বুক পেতে দিয়েছে বাঙলার সাহসী নির্ভীক ছেলেরা
শুধু মাতৃভূমি রক্ষার জন্য
শুধু বিজয় আসবে বলে
লুণ্ঠিত ছকিনা বিবি প্রহর গুনছে তোমার জন্য
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঙালি
পেয়েছে স্বাধীনতা
বিজয় উল্লাসে আজকে সমবেত বাঙালি
হাসি গাইছে প্রাণ খুলে
আজ বাঙালির সকল আশা ভরসা ফিরে পেয়েছে।
রচনাকালঃ
১৩/১২/২০২০
৩৪৯জন
২৭৬জন
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর চেতনার প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
ভালো থাকুন সদা
ফয়জুল মহী
অতীব সোনালী সুন্দর লিখেছেন ,
লেখা পড়ে মোহিত হলাম ।
অজস্র ভালোবাসা নিরন্তর ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো থাকুন সদা প্রিয় পাঠক
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
যে স্বাধীনতা, বিজয়ের জন্য এতো ত্যাগ সেই স্বাধীনতা আজ পরাধীনতার শিকলে বাঁধা পড়েছে।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
ভালো থাকুন সুস্থ থাকুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল প্রিয় পাঠক
সাবিনা ইয়াসমিন
প্রকৃত বাঙ্গালীরা অবশ্যই জানেন মুক্তিযুদ্ধের অবদান এবং বিজয়ের গুরুত্ব। যারা এগুলো অস্বীকার করে তারা বাঙ্গালী নয়।
বিজয়ের শুভেচ্ছা রইলো। শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি কথা লিখেছেন মন্তব্যে
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপস্থাপন।
মুগ্ধতা রেখে গেলাম একরাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক
শুভকামনা
আরজু মুক্তা
আসলেই কিছু পেতে গেলে কিছু দিতে হয়
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা রইল