বিজয়ের উল্লাসে

ইসমাইল জসীম ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:৪২:৩৪পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

আকাশের নীল তারাদের মেলা

মেঘের পানসিতে করে আজ খেলা

ভোরের রবি আর শিল্পীর ছবি

পূর্ণিমা চাঁদ মিলে আজ সবই

মনপ্রাণ খোলে হাসে।

ছোটদের দল খুশিতে টলোমল

ছেলেহারা মা’র চোখ ছলছল

গাছ পাতা লতা ভেঙে নীরবতা

অধীনতা ছেড়ে পেয়ে স্বাধীনতা

খুশির জোয়ারে ভাসে।

সাগরের পানে ঢেউ তোলে ঝড়

শত্রুর দল কাঁপে থরথর

মাঝিদের গান, পাখির কলতান

কৃষকের ধান, উড়ায় নিশান

বিজয়ের উল্লাসে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ