বিজলি জীবন

মনির হোসেন মমি ১৬ জানুয়ারি ২০১৬, শনিবার, ১০:৪৫:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

10639555_545547375600677_771459072815384026_nএক ঝিলিক জীবনে
আশার কূলহীন সাগর সাতরিয়ে
কেউ খুজে পায় মুক্ত মণি কেউ বা হারায়
তাতে,
জীবনের কিছুই যায়-আসে না,
সে চলছে,চলবে!
তারই নিয়মে।

ভাঙ্গা গড়া জীবনে,আশা
বিয়োগের শত্রু বনে যায়
মনের জোরে এগিয়ে যায়,জীবনের
দিন-রাত্রী,
হারায়ে হারায়ে জীবন,
আরো সুন্দর হয়
সাহস তার সহকারী হয়।

কত স্মৃতি কত কথা
ছোট বড় সুখ-দুঃখ ঘটা,
এক লাটাইয়ের সূতোয় বাধা
দিচ্ছে ছেড়ে বিশাল নীলাকাশে
উড়ছে ঘুড়ি মনের ছন্দে,
যখন ইচ্ছে তখন,ছন্দের
করেন যে মরন,
সবিই সে আছেন অবগত
কর,
তার পদতলে মাথা নত।

"আমার শিক্ষাগুরু স্বর্গগত শ্রদ্ধেয় ইংরেজী শিক্ষক হাসান স্যার স্বরণে"

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ