
তোমাকে চাইতে গিয়ে ক্ষয় হয়ে যাওয়া আয়ু পুনরায় দীর্ঘজীবী হয়ে উঠেছে। যেখানে ঈশ্বরের পরিপূর্ণ আশীর্বাদ ছিলো।
প্রতি বসন্তে যখন নিয়ম করে অসুখ আসে,
তখন পৃথিবী আমায় মৃত মানুষের কাছে নিয়ে যায়!
অথচ এখনো সে বসন্ত আসেনি।
এবার এসেছে অন্যরকম এক বসন্ত! যে বসন্ত জুড়ে কেবল মানুষের মৃত্যুভয় আর বেঁচে থাকার আকুতি।
এসবে আমায় পাঠিয়ে দিলেন, ঈশ্বর।
অনেকদিন হলো প্রতিরাতে নিয়ম করে যে কামিনী ফুল ফুটত। যার সুগন্ধিতে পুরো বাড়ি মম করত।
তা আর নিয়ম করে ফুটে না।
পৃথিবীর প্রচণ্ড অসুখ হয়েছে তাই আর দুচোখ ভরে রাতের চাঁদ দেখতে পাইনা।
তা মেঘে মেঘে ঢেকে গেছে।
পৃথিবী সুস্থ হলে তুমি বলেছিলে নীলাকাশের বুকে একখানা বসতি গড়বে!
ডুমুরের কাঠে অগ্নিসাক্ষীতে শপথ করেছিলে আজীবন পাশে থাকার।
অথচ সে কথা বলার আজ এক যুগ হয়ে গেলো।
কিন্তু তুমি পাশে নেই।
অথচ তোমাকে ভালোবেসে এ দুর্ভিক্ষে মৃত মানুষের সম্মুখে বসে কবিতা লিখেছি!
এমনকি তোমাকে চাইতে গিয়ে কবিতার পাহাড় গড়েছি।
হয়তো তুমি জানো না, একা থাকা কতটা কঠিন।
কিন্তু তা একবার মানিয়ে নিলে,
আমিও এক শিল্পসম্মত প্রেমিক হবো!
মনে রেখো,
এক যুগের পূর্বে আমাদেরও কিছু স্মৃতি ছিলো।
তা আজ পাশে থাকার নাম করে মিথ্যা আশ্বাসে পরিপূর্ণ করলে।
আরণ্যক পড়ার পর তোমাকে আর স্পর্শ করতে ইচ্ছে করেনা!
বরং তুমি অন্যতে নিজের সমস্ত রাগরাগিণী দিয়েছ,
দীর্ঘ দিনের সম্পর্কের বিচ্ছেদ শেষে।
…
ছবিঃ নিজ।
২১টি মন্তব্য
মনির হোসেন মমি
কখনো কখনো এমন পরিবেশ পরিস্থিতির আর্বিভাব হয় তখন কেবল প্রিয় মুখ দেখার ব্যাকুলতায় মন উতালপাতাল করে।করোনাকাল এমন একটা সময় একা একা থাকা ছাড়া আর কোন গতি নেই।এই এক অধ্যায় যাচ্ছে মনে রাখার মত।
প্রদীপ চক্রবর্তী
যথার্থ বলেছেন, দাদা।
পরিবেশ পরিস্থিতি অনেককিছু শিখিয়ে দেয় আমাদেরকে।
..
সাধুবাদ জানবেন।
নিতাই বাবু
এই ভবসংসারে এমন হাজারো প্রমাণ আছে, কবি।
শুভকামনা থাকলো।
প্রদীপ চক্রবর্তী
সত্যিই দাদা।
বাস্তবতা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়।
আর তা থেকে আমাদের শিক্ষা নিতে হয়।
.
ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
অসুস্থ পৃথিবী ভালো হয়ে উঠবে আবারও। প্রতি যুগের মতো সুস্থ সবলতা নিয়ে দূর করে দিবে সকল বিচ্ছেদ-ব্যবধান।
ভালো থেকো, সুস্থ হয়ে উঠো। দোয়া ও শুভ কামনা নিরন্তর 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
এ প্রত্যাশা সকলের।
ভালো থাকুন, সুস্থ থাকুন, দিদি।
রেজওয়ানা কবির
এইসময়টাই এমন যে আমরা সবাই মানসিকভাবে বিকারগ্রস্ত, তবুও ভালো থাকার চেষ্টা। ভালো থাকুন,মানসিক শক্তি বজায় থাকলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। নতুন দিনের অপেক্ষায়, যেখানে এই ভয়টা আর বয়ে বেড়াতে হবে না। শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
এমন প্রত্যাশা নিয়ে আমরা সকলে বাঁচি।
যথার্থ মতামত।
ভালো থাকবেন, দিদি।
সাবিনা ইয়াসমিন
ফিচার ছবিটি সুন্দর, অর্থবহ। কবিতায় রাখা আক্ষেপের জবাব এই ছবিটাতেই আছে 🙂
প্রদীপ চক্রবর্তী
বেশ,দিদি।
ধন্য হলাম।
আরজু মুক্তা
সবাইকে আল্লাহ ভালো রাখুক।
মনের ভয় কাটিয়ে আবার সজীব হোন
প্রদীপ চক্রবর্তী
আপু!
হালিমা আক্তার
পৃথিবী সুস্থ হয়ে উঠবে। অসুখটা কঠিন তাই সময় লাগছে। একদিন ঠিকই সেরে উঠবে।ঘুচে যাবে সকল বিচ্ছেদ- ব্যবধান। শুভ কামনা অবিরাম।
প্রদীপ চক্রবর্তী
একদম, দিদি।
পৃথিবী পরিপূর্ণ সুস্থ হয়ে উঠুক।
ভালো থাকবেন।
রিতু জাহান
চলে যায় চলে যাওয়ার মতো করে পিছনে হাহাকার রেখে।
মৃত্যুর পৃথিবীতে কে বা কাকে মনে রাখে কতোদিন!
দিন হয় নতুন দিনের সূচনা নিয়ে।
আমি নিজে নিজের জন্য এপাই চরম সত্য,, ভালো লিখেছেন
প্রদীপ চক্রবর্তী
সত্যিই তাই!
সাধুবাদ জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
তোমাকে চাইতে গিয়ে ক্ষয় হয়ে যাওয়া আয়ু পুনরায় দীর্ঘজীবী হয়ে উঠেছে। যেখানে ঈশ্বরের পরিপূর্ণ আশীর্বাদ ছিলো। এটা অসম্ভব মনোমুগ্ধকর পংক্তি। আবার জমবে মেলা…. এই কামনায় বেঁচে থাকা। খুব সুন্দর কবিতা।
প্রদীপ চক্রবর্তী
আপনাদের ভালোলাগা আমার প্রাপ্তি।
অনেক ভালো থাকুন, দিদি।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অপূর্ব প্রকাশ — হয়তো তুমি জানো না, একা থাকা কতটা কঠিন।
কিন্তু তা একবার মানিয়ে নিলে,
আমিও এক শিল্পসম্মত প্রেমিক হবো!
প্রদীপ চক্রবর্তী
একদম তাই।
শুভেচ্ছা নেবেন, দাদা।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা আর শুভেচ্ছা রইলো দাদা।