বিচিত্রিতা

ইঞ্জা ২৭ অক্টোবর ২০১৯, রবিবার, ০৭:৩৭:২৪অপরাহ্ন অন্যান্য ৪৩ মন্তব্য

আজকে নিয়ে এসেছি আবার বিচিত্র ও চমকপ্রদ তথ্য, এইসব তথ্য দিয়ে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করুন।

তাহলে শুরু করা যাক।

এফেয়ার

১. বিবাহিত মানুষদের শতকরা ৬০ ভাগ কোনো না কোন অ্যাফেয়ারে জড়িয়ে আছে বা ছিল ।

২. অবিবাহিত লোকজনদের চেয়ে বিবাহিত লোকজন দ্বিগুন পরিমানে চার্চে যায় ।

৩. আমেরিকায় বিয়ের গড়পড়তা খরচ বিশ হাজার ডলার,ডিভোর্সের খরচও গড়পড়তা বিশ হাজার ডলার ।

৪. বিশ্ব বিয়ে দিবস হলো ১০ই ফেব্রুয়ারী ।

৫. প্রচলিত আছে যে বিয়ের আগের দিন বিড়াল হাঁচি দিলে কনে সুখী হয় ।

৬. বিয়ের দিন রঙধনু দেখতে পেলে বা কালো বিড়াল দেখলে বিয়ে নাকি সুখের হয় ।

৭. মার্কিন মুলুকে বিয়ের আংটি বানানো উপলক্ষে প্রতি বছর ১৭ টন সোনা ব্যবহৃত হয় ।

৮. চীনে প্রতিদিন গড়ে ২৬০০০ লোক বিয়ে করে ।

৯. সুইডিশ কনে বিয়ের সময় একটা রুপার কয়েন বাবা’র কাছ থেকে ও সোনার কয়েন মায়ের কাছ থেকে নিয়ে তার জুতোর মাঝে রাখে যাতে সে যেন কখনো অভাবে না পড়ে ।

১০. প্রচলিত আছে বিয়ের দিন কনে পুরানো জুতো পায়ে দিলে সৌভাগ্যবতী হয় ।

১১. ৮০% আমেরিকান বিবাহিত পুরুষ তার স্ত্রীর সাথে প্রতারণা করে ।

১২. বিয়ের পর পুরুষ যত চাকরী বদলাক না কেন,তার বস (Boss) কিন্তু একজনই ।

১৩. যখন একজন পুরুষ গাড়িতে বসা স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়,বুঝতে হবে হয় গাড়িটি নতুন অথবা স্ত্রী নতুন ।

১৪. ফেসবুকে আমার যে সব বন্ধুরা বিবাহিত তারা খুব ভালো,বিনয়ী ও ধনী।

ফেইসবুক

১. ফেসবুকে প্রতিদিন ৬০০০০০ বার হ্যাক করার চেষ্টা করা হয়

২. স্মার্ট ফোন ব্যবহারকারী প্রতিদিন কমপক্ষে ১৪ বার তার ফেসবুক একাউন্টে ঢুঁ মারেন

৩. ফেসবুকে আনফ্রেন্ড করার কারণে পৃথিবীতে অনেকগুলো খুন হয়েছে

৪. তুমি কোন কোন ওয়েবসাইটে যাও ফেসবুক তা জানে, এমনকি লগ আউট করার পরেও

৫. ফেসবুকে লগইন করার পর প্রতি ৩ জনের ১ জন তার নিজের জীবন নিয়ে অতৃপ্তিতে ভোগে

৬. ফেসবুকের প্রাথমিক রঙ নীল,কারণ মার্ক জুকারবার্গের লাল-সবুজ রঙ অন্ধত্ব আছে

৭. এই মুহূর্তে প্রায় ৩০ মিলিয়ন মৃত লোকের ফেসবুকে একাউন্ট আছে

৮. ফেসবুক, টুইটার,নিউইয়র্ক টাইমস ২০০৯ সাল থেকে চীনে নিষিদ্ধ

৯. ২০১১ সালে যুক্তরাষ্ট্রে যতগুলো বিবাহ বিচ্ছেদের আবেদন করা হয়েছে,তার এক তৃতীয়াংশ আবেদন পত্রে ফেসবুক শব্দটি উল্লেখ করা হয়েছে

১০. তুমি ফেসবুকে মার্ক জুকারবার্গকে কখনোই ব্লক করতে পারবে না

১১. ফেসবুক একজন আমেরিকান ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে গড়ে $ ৫.৮৫ ডলার আয় করে

১২. একজন ব্লগার এক মেয়েকে নিয়োগ দিয়েছিল তাকে থাপ্পড় মারার জন্য যদি সে ফেসবুকে লগইন করে

১৩. বৃটেনে এক মহিলা নিজেই একটা ফেক একাউন্ট খুলে নিজেকে যৌন হয়রানী মূলক মেসেজ পাঠাতেন। পরে ধরা পড়ে তার ২০ মাসের জেল হয়েছিল

১৪. প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে যে পরিমান ছবি ও ভিডিও আপলোড করা হয় ফেসবুকে,তা ২৭% ওয়েব ট্রাফিক জ্যাম তৈরি করে

১৫. সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে বৃটেনের ৫% লোক যৌন সঙ্গমের সময়ও ফেসবুক ব্যবহার করে

১৬. ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ২০১৩ সালে প্রায় ১ বিলিয়ন ডলার দান করেছেন

১৭. ফেসবুকের শুরুতে ‘লাইক’ বাটনের নাম ছিল ‘অসাম’

১৮. ৮.৭% ফেসবুক একাউন্ট ফেক

১৯. ফেসবুকে প্রতি মিনিটে ১.৮ মিলিয়ন ‘লাইক’ ক্লিক করা হয়

২০.মার্ক জুকারবার্গ ফেসবুকের সিইও হিসাবে মাত্র ১ ডলার বেতন নেন

২১. হোয়াটসঅ্যাপের যুগ্ম প্রতিষ্ঠাতা ব্রায়ান ২০০৯ সালে ফেসবুকে চাকরীর আবেদন করে পাননি, ৫ বছর পর ফেসবুক হোয়াটসঅ্যাপকে ১৯ বিলিয়ন ডলার দিয়ে কিনে নেয়।

২২. ফেসবুকে একজনের গড়পড়তা ১৫৫ জন বন্ধু থাকে কিন্তু ৪ জন মাত্র বন্ধু তার বিপদে এগিয়ে আসে।

টয়লেট

১. তোমার স্মার্ট ফোনে যত বেশি ফিচার থাকবে তুমি ততো বেশি কমোডে বসে থাকবে।

২. ধারণা করা হয় যে আর্থার গিবলিন ফ্লাশযুক্ত টয়লেট প্রথম আবিস্কার করেছিলেন।

৩. আফগানিস্তানে টয়লেটের চেয়ে টিভি’র সংখ্যা বেশি। মজার বিষয় হলো ৯০% লোকের টিভি আছে কিন্তু ফ্লাশযুক্ত টয়লেট আছে মাত্র ৭% লোকের।

৪. তুমি কি জানো যে প্রতিবার ফ্লাশ করবার সময় তুমি ২৬ লিটার পানি ব্যয় করো।

৫. ১৯ নভেম্বর ২০০১ বিশ্ব টয়লেট সংস্থা গঠিত হয়, সেই থেকে ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালিত হয়।

৬. টয়লেটে সাবধানে থেকো। রাজা দ্বিতীয় জর্জ টয়লেটে পড়ে মারা গিয়েছিলেন ১৭৬০ সালে। প্রতি বছর ৪০,০০০ আমেরিকান টয়লেটে পড়ে আহত হয়।

৭. আমরা কেউ প্রকৃতির ডাক উপেক্ষা করতে পারি না। সাধারণ অবস্থায় একজন মানুষ প্রতি বছর গড়ে ২৫০০ বার টয়লেটে যায়। পেট খারাপ হলে তো কথাই নেই।

৮. প্রচলিত আছে যে টয়লেট পেপার ৬ষ্ঠ শতকে চীনে প্রথম আবিস্কৃত হয়। চীনে কুকুরের জন্যও প্রথম পাবলিক টয়লেট স্থাপিত হয়।

৯. তুমি জেনে অবাক হবে যে যুক্তরাজ্যে ৭০% দম্পতির ঝগড়ার বিষয়বস্তু হলো বাথরুম।

১০. একটা শিশু নিজে নিজে বাথরুম শেখার আগে তাকে গড়পড়তা ১০,০০০ বার ন্যাপি পাল্টে দিতে হয়।

১১. টয়লেট সিটের চেয়ে তোমার রান্না ঘরের কাটাকুটি করার বোর্ডে ২০০% বেশি ব্যাকটেরিয়া থাকে।

১২. টয়লেটে ফ্লাশ করার সময় জীবানু ৬ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে। সুতরাং ফ্লাশ করে দ্রুত টয়লেট করে বেরিয়ে যাবে।

১৩. শুনে তোমার গা রি রি করতে পারে যে ২০% মানুষ বাথরুম করে এসে হাত ধোবে না। মাত্র ৩০% মানুষ সাবান দিয়ে হাত ধোয়।

১৪. শোনো, বাথরুমে মোবাইল ফোন নিয়ে যাবে না। প্রায় ৭ মিলিয়ন আমেরিকান স্বীকার করেছে যে তাদের মোবাইল ফোন কমোডে পড়ে গিয়েছিল।

১৫. শুনে চমকে যেও না যে টয়লেট সিটের চেয়ে তোমার মোবাইল ফোনে ১৮ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে তোমার টিভি’র রিমোট কন্ট্রোলে..

১৬. টয়লেট ব্যবহার করার পর ১৫ থেকে ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধুলে ক্ষতিকর ব্যাকটেরিয়া মরে যায় কিন্তু মাত্র ৫% লোক সাবান দিয়ে হাত ধোয়ার পিছনে ১৫ সেকেন্ড ব্যয় করে।

১৭. সবচেয়ে দামী টয়লেট দেখতে চাইলে তোমাকে মহাশূন্যে ভ্রমণ করতে হবে। টয়লেটটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসানো হয়েছে মাত্র ১৯ মিলিয়ন ডলার ব্যয় করে।

১৮. টয়লেটকে সাধারণত যে সব নামে ডাকা হয়; পাউডার রুম, ল্যাভাটরি, আউটহাউজ, লেডিস, ওয়াশরুম, বাথরুম, পায়খানা, পুরুষের রুম, ডানি, বগ, খাজি, মেয়েদের রুম, রেস্টরুম, টাট্টি, ল্যাট্রিন, জরুরি, পটি, প্রিভি, আরাম রুম, ছোট্ট ঘর, ওয়াটার ক্লজেট, ছদ্মবেশি রুম, জন, ক্যান, বালিকার ছোট্ট রুম, বালকের ছোট্ট রুম, সিংহাসন রুম।

সমাপ্ত

ছবিঃ গুগল
তথ্য সূত্রঃ ফেইসবুক, গুগল।

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ