বিচার হবে

সিকদার সাদ রহমান ২৭ জুলাই ২০২০, সোমবার, ০৫:০১:১১পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

 

একদিন সব গুজবের বিচার হবে

যারা উত্তর কে বলে দক্ষিন

দক্ষিন কে উত্তর, তাদের বিচার।

 

আমায় আসতে বলে দাঁড় করিয়ে রেখেছো

ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন।

রোদে ঘামে বৃষ্টিতে একাকার

শোধ হবে না ঋণ, বিচার হবে।

 

আমার এক তিল মন দখলে নিয়ে

করেছো যাচ্ছে তাই

কখনো কবর বানিয়ে কখনোবা শসান

ভয় দেখিয়েছো বার বার

একদিন বিচার হবে।

 

যেদিন প্রেমিকার ওষ্ঠে শেষ চুম্বন এঁকে

মনে করেছিলাম বিষ মুক্ত

সেদিনের বিরহের গান, জেনে রেখো

তোমার বিচার হবে।

 

একদিন সব গুজবের বিচার হবে

আমার প্রেমকে হত্যা করেছো

অবশেষে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছো

নিশ্চিত জেনো, বিচার হবে।

 

যমুনার পারে বেঁধেছি ঘর

সে ঘরে ঢুকিয়েছো জল

আমাবস্যা নেই, পুর্নিমা নেই

দিন কে তুমি রাত করেছো

রাত কে করেছো দিন।

জেনে রেখো সময় আসছে

একদিন সব কিছুর বিচার হবে।

 

গাছের পাতা, তুমি ঝরছো কেন?

যতো ঝড় কিংবা তুফান আসুক,

তুমি লড়ছো কেন? বিচার হবে।

 

বাতাস তুমি বইছো কেন?

চাঁদ তুমি উঠছো কেন?

সূর্য তুমি ডুবছো কেন? বিচার হবে।

একদিন সব কিছুর বিচার হবে।

 

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ